Tips To Please Rahu

ছায়াগ্রহ রাহুকে ‘ধ্বংসলীলা’ চালাতে ইন্ধন জোগায় অন্য এক ‘দৈত্য’ গ্রহ! উভয়কে শান্ত রাখতে মানুন সহজ চার টোটকা

রাহু মানেই যে সর্বদা খারাপ তেমনটা নয়। আবার রাহুর অশুভ ছায়া পড়লেই যে কেবল ক্ষতি হয় সেই ধারণাও ভ্রান্ত। জন্মছকে রাহু যদি দুর্বল থাকে তা হলেও আমাদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২৫ ১৭:২৪
Share:

—প্রতীকী ছবি।

রাহুর নাম শুনলে বেশির ভাগ মানুষই আঁতকে ওঠেন। বাস্তবে রাহু একটি ছায়াগ্রহ। কিন্তু জ্যোতিষশাস্ত্রে এর গুরুত্ব প্রচুর। রাহুর অশুভ ছায়া যদি কারও উপর পড়ে, তা হলে সেই মানুষের জীবন তছনছ হয়ে যায়। কোনও কাজই ঠিকঠাক হয় না। জীবনে চলার পথে বার বার বাধার সম্মুখীন হতে হয়। অর্থের সমস্যা পিছু ছাড়তে চায় না। কিন্তু রাহুকে তুষ্ট করতে পারলেই এই সকল সমস্যা থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া সম্ভব। জন্মছকে যদি রাহু খারাপ অবস্থায় না-ও থাকে, সে ক্ষেত্রেও রাহুকে আরাধনা করলে আপনারই লাভ হবে। রাহু যদি এক বার আপনার উপর আশীর্বাদ বর্ষায়, তা হলে জীবনে সুখের অন্ত থাকবে না।

Advertisement

রাহু মানেই যে সর্বদা খারাপ তেমনটা নয়। আবার রাহুর অশুভ ছায়া পড়লেই যে কেবল ক্ষতি হয় সেই ধারণাও ভ্রান্ত। জন্মছকে রাহু যদি দুর্বল থাকে তা হলেও আমাদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়। রাহু সবল থাকলে আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি হয়, জীবনে আসে আর্থিক সচ্ছলতা। সমাজে নাম-যশ বৃদ্ধি পায়। অন্য দিকে জন্মপত্রিকায় রাহু যদি দুর্বল থাকে, তা হলে মানুষ ধারদেনায় ডুবে যান। শত্রুসংখ্যা বৃদ্ধি পায়, ঘন ঘন অসুস্থতার শিকার হতে হয়।

দুর্বল রাহু নিয়ন্ত্রণের জন্য শুক্রকে শান্ত রাখতে হবে। অসুরদের গুরু শুক্র রাহুকে নিয়ন্ত্রণ করে। জন্মছকে শুক্র যদি শুভ অবস্থায় থাকে তা হলে রাহুর কুপ্রভাব থেকে মুক্তি পাওয়া যাবে। জেনে নিন কী কী উপায় মেনে চলতে হবে।

Advertisement

টোটকা:

১. আমরা অনেকেই জানি যে রাহুকে শান্ত রাখার জন্য শৌচালয় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হয়। কিন্তু শুধু শৌচাগারের পরিচ্ছন্নতা নিয়ন্ত্রণে রাখলেই চলবে না। বাড়িঘর সমস্তটাই পরিষ্কার রাখা বাঞ্ছনীয়। ঘরের কোনায় ময়লা ও ঝুল জমতে দেওয়া যাবে না। নিয়মিত ঘর ঝাড়পোঁছ করতে হবে।

২. হালকা রঙের পোশাক বেশি করে পরতে হবে। গাঢ় রঙের পোশাক যতটা সম্ভব এড়িয়ে চলা কাম্য।

৩. বাড়িতে এবং বাইরে, সব ক্ষেত্রে সকল নারীকে সম্মান করে চলতে হবে। নারীদের সঙ্গে খারাপ ব্যবহার, উঁচু গলায় কথা বলা প্রভৃতি থেকে বিরত থাকতে হবে। না হলে জীবনে দুর্দশার অন্ত থাকবে না।

৪. রাহুকে শান্ত করার জন্য কালো কুকুরকে নিয়মিত খাবার দিতে হবে। আপনার সামর্থ্য অনুযায়ী খাবার দিলেই চলবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement