Love Horoscope

জুন মাসে কয়েকটি রাশির জীবনে প্রেমের পাখি গান গাইবে, তালিকায় কি আপনার নাম আছে?

গ্রহের অবস্থানের ফলে দাম্পত্য জীবনে দেখা দেয় নানা ঝামেলা। অনেক সময় গ্রহের অবস্থান পরিবর্তন আবার বহু দম্পতির জীবনে আশীর্বাদ হয়ে নেমে আসে। নিজেদের মধ্যে দীর্ঘ দিন ধরে হয়ে আসা ঝামেলা মিটে যায়।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ০৫ জুন ২০২৫ ০৮:০১
Share:

—প্রতীকী ছবি।

দাম্পত্যসুখ সকল দম্পতিরই কাম্য, তবে গোচরকালীন গ্রহের অবস্থান কখনও কখনও দাম্পত্যসুখ প্রাপ্তিতে বিঘ্ন ঘটায়। গ্রহের অবস্থানের ফলে দাম্পত্য জীবনে দেখা দেয় নানা ঝামেলা। অনেক সময় গ্রহের অবস্থান পরিবর্তন আবার বহু দম্পতির জীবনে আশীর্বাদ হয়ে নেমে আসে। নিজেদের মধ্যে দীর্ঘ দিন ধরে হয়ে আসা ঝামেলা মিটে যায়। গোচরকালীন গ্রহের অবস্থান অনুযায়ী জুন মাসে কারা দাম্পত্যসুখ এবং প্রেম-প্রীতির ক্ষেত্রে শুভ ফল পাবেন আর কারা অশুভ ফল পাবেন জেনে নিন।

Advertisement

মেষ রাশি: মেষ রাশির দাম্পত্যসুখের ক্ষেত্রের সঙ্গে ক্ষেত্র অধিপতির দৃষ্টি সম্পর্ক রয়েছে। এই অবস্থান মেষ রাশিকে দাম্পত্যসুখের ক্ষেত্রে খুবই শুভ ফল দান করবে। কিন্তু প্রেম-প্রীতির ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা খুবই কম।

বৃষ রাশি: দাম্পত্যসুখের ক্ষেত্রে মাসের প্রথমভাগের তুলনায় দ্বিতীয়ভাগ শুভ। প্রথমভাগে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম। প্রেম-প্রীতির ক্ষেত্রেও শুভ ফল আশা না করাই ভাল। রাগ বশে রাখতে হবে, নচেৎ সমস্যা আরও বৃদ্ধি পাবে।

Advertisement

মিথুন রাশি: জুনে মিথুন রাশির দাম্পত্যসুখের ক্ষেত্রের সঙ্গে শুভ গ্রহের দৃষ্টি সম্পর্ক রয়েছে। ফলে দাম্পত্য জীবনে সুখের সময় শুরু হবে। প্রেম-প্রীতির ক্ষেত্রেও খুবই ভাল ফল পাবেন।

কর্কট রাশি: দাম্পত্যসুখের ক্ষেত্রে মাসের প্রথম সপ্তাহে অশুভ ফল প্রাপ্তি হলেও পরবর্তী সময় শুভ কাটবে। প্রেম-প্রীতির ক্ষেত্রে মাসের প্রথমভাগে সমস্যা থাকলেও, দ্বিতীয়ভাগ শুভ দেখা যাচ্ছে।

সিংহ রাশি: সিংহ রাশির দাম্পত্যসুখের ক্ষেত্রে আশানুরূপ সুফল প্রাপ্তির সম্ভাবনা কম। প্রেম-প্রীতির ক্ষেত্র খুবই শুভ।

কন্যা রাশি: জুনে কন্যা রাশির দাম্পত্যসুখের ক্ষেত্রের সঙ্গে শনির দৃষ্টি সম্পর্ক রয়েছে। এর ফলে দাম্পত্য জীবনে অযথা অশান্তির মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে। প্রেম-প্রীতির ক্ষেত্রে মাসের প্রথম সপ্তাহ বাদ দিলে পরবর্তী সময় শুভ।

তুলা রাশি: দাম্পত্যসুখের ক্ষেত্রে শুভ গ্রহের অবস্থানের কারণে শুভ ফল পাবেন। প্রেম-প্রীতির ক্ষেত্রে আশানুরূপ সুফল প্রাপ্তির সম্ভাবনা কম।

বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির দাম্পত্যসুখের ক্ষেত্রে মাসের দ্বিতীয়ভাগ অধিক শুভ। প্রেম-প্রীতির ক্ষেত্রে সুফল প্রাপ্তির সম্ভাবনা কম।

ধনু রাশি: জুনে ধনু রাশির দাম্পত্যসুখের ক্ষেত্রে শুভ গ্রহ অবস্থানের কারণে শুভ ফল লাভ করবেন। প্রেম-প্রীতির ক্ষেত্রেও শুভ ফল প্রাপ্তি হবে।

মকর রাশি: দাম্পত্যসুখের ক্ষেত্রে মঙ্গলের অবস্থান রয়েছে। মাসের প্রথম সপ্তাহে মঙ্গলের রাশি পরিবর্তনের পরে সুফল প্রাপ্তি হবে। প্রেম-প্রীতির ক্ষেত্রে মাসের প্রথমভাগের তুলনায় দ্বিতীয়ভাগ শুভ।

কুম্ভ রাশি: কুম্ভ রাশির দাম্পত্যসুখের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম। প্রেম-প্রীতির ক্ষেত্রও শুভ।

মীন রাশি: দাম্পত্যসুখের ক্ষেত্রের সঙ্গে শনির দৃষ্টি সম্পর্ক থাকার পূর্ণ সুফল প্রাপ্তি হবে না। প্রেম-প্রীতির ক্ষেত্রে মাসের প্রথম সপ্তাহের পরবর্তী সময় শুভ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement