—প্রতীকী ছবি।
জীবনে টাকার চাহিদা প্রায় সকল মানুষেরই রয়েছে। সকলেই ধনসম্পদ প্রাপ্তির স্বপ্ন দেখেন। কিন্তু সবার ভাগ্য এক রকম হয় না। কেউ অগাধ পয়সার মালিক হন, আবার কেউ প্রচুর পরিশ্রম করেও মনোমতো উপার্জন করতে ব্যর্থ হন। তবে জ্যোতিষশাস্ত্র মতে, ধনবান হওয়ার আগে বিশেষ কিছু সঙ্কেত পাওয়া যায়। অর্থাৎ, বাড়িতে ধনসম্পত্তি বৃদ্ধি পাওয়ার আগে সঙ্কেত পাঠায় দৈবশক্তি। সেগুলি কী জেনে নিন।
ধনসম্পদ বৃদ্ধির পূর্বে প্রকৃতি কী সঙ্কেত পাঠায়?
১) ভগবানকে দেওয়া নৈবেদ্যর ফল খারাপ হয়ে গেলে মন কু-গান গাওয়াই স্বাভাবিক। কিন্তু শাস্ত্র জানাচ্ছে এটি একটি শুভ সঙ্কেত। সাধারণত পুজো হয়ে যাওয়া ফল, অর্থাৎ প্রসাদ কেউ সহজে নষ্ট হতে দেন না। তবে কখনও যদি সেই ফল নষ্ট হয়ে যায় তা হলে বুঝবেন সম্পদপ্রাপ্তি হতে চলেছে।
২) মঙ্গলবার যদি কোনও ভাবে বাড়ির ছাদে হনুমান এসে যায়, তা হলে বুঝতে হবে এটা খুবই শুভ সঙ্কেত। এর কিছু দিনের মধ্যেই আর্থিক উন্নতি লক্ষ্য করতে পারবেন।
৩) প্রায় প্রতিটি হিন্দু বাড়িতেই নিত্যপুজো করার সময় প্রদীপ জ্বালানো হয়। প্রদীপ জ্বালানোর সময় যদি শিখার তেজ অন্যান্য দিনের তুলনায় বেশি হয়, তা হলে বুঝবেন অর্থ সংক্রান্ত কোনও সুখবর আসতে চলেছে।
৪) পাখি বাড়ির উপর দিয়ে উড়ে যাওয়ার সময় তার মুখ থেকে কোনও খাবারের অংশ বাড়ির মধ্যে পড়া শুভ। এটিও আর্থিক সচ্ছলতার ইঙ্গিত দেয়।
৫) বাড়িতে যদি হঠাৎ করে গরু এসে যায়, তা হলেও নিজেকে ভাগ্যবান মনে করতে হবে। তবে সেই গরুকে কিছু খাবার না খাইয়ে তাড়িয়ে দিলে চলবে না।
৬) বাড়িতে পাখির বাসা বাঁধাও শুভ বলে মনে করা হয়। এটিও আর্থিক উন্নতির ইঙ্গিত দেয়।
৭) বাড়িতে যদি বড় বড় কালো পিঁপড়ের দল একসঙ্গে দেখা যায়, তা হলেও বুঝবেন অর্থভাগ্যে সুখের হাওয়া লাগার দিন আসন্ন।