—প্রতীকী ছবি।
হিন্দু ধর্মের, বিশেষত বৈষ্ণব ধর্মাবলম্বীদের প্রেমের উৎসব হল ঝুলন উৎসব। রাধাকৃষ্ণের বর্ষাকালীন প্রেম এবং আবেগের উৎসব ঝুলন। লোকবিশ্বাস মতে, দ্বাপর যুগে রাধাকৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করে বৃন্দাবন ধামে এই উৎসবের সূচনা হয়। বর্তমানে বৃন্দাবন ছাড়াও মথুরা, নবদ্বীপ, মায়াপুর-সহ ভারতের বিভিন্ন স্থানে এবং ভারত ছাড়াও পৃথিবীর অন্যান্য স্থানে (যেখানে বৈষ্ণব ধর্মাবলম্বীদের অবস্থান রয়েছে) ঝুলন উৎসব আড়ম্বরের সঙ্গে পালিত হয়। ভক্তিমূলক নাচ-গান এই উৎসবের অঙ্গ। ঝুলন একাদশী তিথিতে শুরু হয় এবং পরবর্তী পূর্ণিমা তিথিতে শেষ হয়। আগামী ৫ অগস্ট, মঙ্গলবার শ্রীশ্রী ঝুলনযাত্রা আরম্ভ।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে:
একাদশী তিথি আরম্ভ—
বাংলা– ১৯ শ্রাবণ, সোমবার।
ইংরেজি– ৪ অগস্ট, সোমবার।
সময়– সকাল ১১টা ৪৩ মিনিট।
প্রদোষে ইন্দ্রাদিদেব বিহিত শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রারম্ভ।
একাদশী তিথি শেষ—
বাংলা– ২০ শ্রাবণ, মঙ্গলবার।
ইংরেজি– ৫ অগস্ট, মঙ্গলবার।
সময়– সকাল ১টা ১৩ মিনিট।
শ্রীশ্রীকৃষ্ণের ঝুলনযাত্রা আরম্ভ।
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে:
একাদশী তিথি আরম্ভ–
বাংলা– ১৮ শ্রাবণ, সোমবার।
ইংরেজি– ৪ অগস্ট, সোমবার।
সময়– সকাল ১০টা ৬ মিনিট ২৩ সেকেন্ড।
প্রদোষে ইন্দ্রাদিদেব বিহিত শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রারম্ভ।
একাদশী তিথি শেষ–
বাংলা– ১৯ শ্রাবণ, মঙ্গলবার।
ইংরেজি– ৫ অগস্ট, মঙ্গলবার।
সময়– সকাল ১১টা ৪২ মিনিট ৫৩ সেকেন্ড।
শ্রীশ্রীকৃষ্ণের গন্ধব্বানুস্থিত ঝুলনযাত্রারম্ভ।