ছবি: মেটা এআই।
স্বপ্নে মানুষ কত কিছুই না দেখেন। এক একটি স্বপ্ন আমাদের জীবনে পৃথক পৃথক বার্তা বহন করে আনে। স্বপ্নে কিছু জিনিস দেখা যেমন অশুভ, তেমনই স্বপ্নে কয়েকটি জিনিস দেখলে বুঝতে হবে সুদিন অতি শীঘ্রই আপনার কাছে এসে ধরা দেবে। শাস্ত্র বলছে, পাঁচটি জিনিস রয়েছে যেগুলিকে স্বপ্নে দেখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। জেনে নিন সেগুলি কী কী।
কোন কোন জিনিস স্বপ্নে দেখা শুভ?
ঝর্না বা পরিষ্কার জল: জল সম্পর্কিত স্বপ্ন দেখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বহু মানুষই অনেক সময় স্বপ্নে নিজেকে কোনও জলাধারের পাশে ঘুরে বেড়াতে দেখেন, অথবা কোনও ঝর্নার জলে জলকেলি করতে দেখেন। এই সকল স্বপ্ন দেখা খুবই শুভ। এতে বোঝা যায় যে আমাদের সুখের দিন শুরু হতে চলেছে। দীর্ঘ দিন ধরে চলে আসা কোনও ঝামেলা থেকে আমরা রেহাই পাব।
মন্দির ও ভগবান: ভগবানের স্বপ্ন দেখা যে শুভ তা আমাদের অনেকেরই জানা রয়েছে। কিন্তু ,স্বপ্নে ভগবান সম্পর্কিত সব কিছুই দেখা যে শুভ সেটা কি জানতেন? এর মানে বোঝায় ভগবান আপনার মনের কথা শুনেছেন। আপনি শীঘ্রই তাঁর আশীর্বাদ লাভ করবেন।
শঙ্খ: শঙ্খের স্বপ্নকেও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর সঙ্গে শঙ্খের সম্পর্ক রয়েছে। তাই স্বপ্নে শঙ্খ দেখলে বুঝতে হবে যে আপনার উপর ভগবান বিষ্ণু ও লক্ষ্মীমাতার আশীর্বাদ বর্ষাল। জীবনে সমৃদ্ধি লাভ হবে, অর্থসমস্যা থেকেও কিছুটা মুক্তি পেতে পারেন। স্বপ্নে কাউকে শঙ্খ বাজাতে দেখলে বুঝতে হবে আপনার জীবনে এমন কোনও সুখের সময় আসতে চলেছে যা আপনি কল্পনাও করতে পারছেন না।
ফলযুক্ত গাছ: স্বপ্নে ফলযুক্ত গাছ দেখলে তখনই ভবিষ্যৎ নিয়ে সমস্ত চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিন। এত দিন ধরে যে সমস্ত কাজের আশা করে আছেন, সেগুলি সব ভালয় ভালয় মিটে যাবে। উপযুক্ত কর্মফল লাভ করবেন। এই স্বপ্ন দেখার অর্থ হল, আপনার কোনও কাজই আর বিফলে যাবে না। যেমন কর্ম করবেন, ঠিক সে রকমই ফল লাভ করবেন। আপনার পরিশ্রম বিফলে যাবে না। কাজের জায়গায় যোগ্য সম্মান পাবেন।
উড়তে দেখা: মাঝেমধ্যেই স্বপ্নে নিজেকে উড়তে দেখেন? স্বপ্নটিকে উৎকট মনে হলেও, আসলে এটির অর্থ গভীর। বহু দিন ধরে চলে আসা কোনও ঝামেলা থেকে শীঘ্রই মুক্তি পেতে পারেন। এত দিন ধরে আপনি যে স্বাধীনতার খোঁজ করছিলেন, সেটিই এ বার আপনার পানে আসছে। সেই কারণে স্বপ্নে আপনি নিজেকে উড়তে দেখছেন। এই স্বপ্ন দেখলে চিন্তার কোনও কারণ নেই, বরং খুশি হওয়াই শ্রেয়।