ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
জগদ্ধাত্রী পুজো ৩০ অক্টোবর। জগতের ধাত্রীর পুজো আসার আগেই কয়েকটা রাশির ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। কারণ, বর্তমানে বুধ গ্রহ বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। অন্য দিকে মঙ্গলও বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। মঙ্গল বৃশ্চিক রাশিতে প্রবেশ করার পর দুই গ্রহের মধ্যে সংযোগ স্থাপন হবে। এটি শুরু হবে ২৭ অক্টোবর থেকে, থাকবে ২৩ নভেম্বর পর্যন্ত। এই দুই গ্রহের একই রাশিতে প্রবেশ করার ফলে কয়েকটা রাশির জীবনে শুভ পরিবর্তন দেখা দেবে।
দেখে নেব কোন কোন রাশির ব্যক্তিরা জীবনে শুভ ফল পেতে চলেছেন:
বৃষ: বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য মঙ্গল ও বুধের সংযোগ স্থাপন খুবই শুভ হতে চলেছে। যে কোনও ক্ষেত্রে এই রাশির ভাগ্য সহায় হবে। যত প্রকার চাপ ছিল জীবনে তা কমতে পারে। দাম্পত্যসুখ থেকে শুরু করে আর্থিক ক্ষেত্র, সব দিকেই উন্নতি দেখা যাবে। চাকরির স্থানে সকলের সমর্থন পাবেন।
মিথুন: মঙ্গল ও বুধের মিলনে মিথুন রাশির জীবনে নানা দিক থেকে শুভ ফল লাভ হবে। স্বাস্থ্য থেকে পেশা, সব দিকই ভাল থাকবে। যদি নতুন কিছু করার ইচ্ছা থাকে তা হলে এই সময় সিদ্ধান্ত নিতে পারেন। স্ত্রী, পরিবার, বন্ধু সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। এই সময়টা আপনাদের জন্য সব দিক থেকে পজ়িটিভ সুযোগ নিয়ে আসতে চলেছে।
ধনু: ধনু রাশির জাতক-জাতিকারাও শুভ ফল পাবেন। চাকরি ও ব্যবসায় লাভ দেখতে পাবেন, বিশেষ করে ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা খুব ভাল ফল পাবেন। পারিবারিক শান্তি বজায় থাকবে। আর্থিক পরিস্থিতি স্থিতিশীল হবে।