ছবি: এআই।
সকলের সঙ্গে সকলের ভাল বনিবনা থাকে না। সেটা হওয়াটাই স্বাভাবিক। হাতের পাঁচটা আঙুল যেমন সমান নয়, তেমনই পাঁচজন মানুষের স্বভাব-চরিত্রও একে অপরের থেকে আলাদা। রকমফের থাকার ফলেই সকলের সঙ্গে সকলের ভাল মিল হয় না। কিন্তু অনেক ক্ষেত্রে এই মতপার্থক্য চাপের হয়ে যায়। বিশেষ করে শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে যদি এই মতের অমিলের কারণে ভাল সম্পর্ক তৈরি না হয়, তা হলে ব্যাপারটা খুবই মুশকিলের হয়ে যায়। আর এমনটাই বেশি হতে দেখা যায় পাঁচ রাশির সঙ্গে। অন্যদের সঙ্গে যে এমনটা হয় না তা নয়, কিন্তু রাশিচক্রের পাঁচ রাশির সঙ্গেই শ্বশুরবাড়ির লোকেদের বেশি ঝামেলা হতে দেখা যায় বলে মনে করছে জ্যোতিষশাস্ত্র।
কোন কোন রাশির সঙ্গে শ্বশুরবাড়ির সম্পর্ক ভাল হয় না?
মেষ: রাশিচক্রে প্রথম হলেও, শ্বশুরবাড়ির সঙ্গে মানিয়ে-গুছিয়ে সংসার করার ব্যাপারে পিছিয়ে রয়েছে মেষ রাশির ব্যক্তিরা। মেষরা তাঁদের শ্বশুরবাড়ির লোকেদের কাছে চক্ষুশূল হয়ে থাকেন। বেশির ভাগ ক্ষেত্রেই এঁদের মধ্যে ছোটখাটো কোনও না কোনও কোনও বিষয় নিয়ে ঝামেলা লেগেই থাকে। বহু চেষ্টা করেও এঁরা শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক ভাল করে তুলতে পারেন না।
মিথুন: মিথুন রাশির জাতক-জাতিকাদেরও শ্বশুরবাড়ি ভাগ্য ভাল নয়। মিথুনের স্বাধীনচেতা হাবভাব তাঁদের স্বামী-স্ত্রী মেনে নিলেও, শ্বশুর-শাশুড়ি মানতে পারেন না। ফলত দ্বন্দ্ব লেগেই থাকে। মিথুনেরা অনেক সময় সম্পর্ক ভাল করার উদ্যোগ নিলেও তা বিফলে যায়। এঁদের সম্পর্কের তিক্ততা কোনও ভাবেই কমানো যায় না।
সিংহ: শ্বশুর-শাশুড়ির আদর পাওয়ার ভাগ্য সিংহ রাশিরও নেই। এঁরা অনেক চেষ্টা করে শ্বশুরবাড়ির মন পাওয়ার, কিন্তু কিছুতেই লক্ষ্যে সফল হয় না। যে কোনও ক্ষুদ্র ব্যাপার নিয়ে এঁদের সঙ্গে শ্বশুরবাড়ির লোকেদের ঝামেলা লেগে যায়। এই রাশির কোনও কাজই শ্বশুরবাড়ির লোকেদের মনে ধরে না।
ধনু: ধনু রাশির ব্যক্তিদের সঙ্গে শ্বশুরবাড়ির লোকেদের মনের মিল খুব কমই হতে দেখা যায়। এঁদের মধ্যে মতপার্থক্য লেগেই থাকে। সেই পার্থক্য পরিণত হয় ঝামেলায়। অনেক ক্ষেত্রে ঝামেলা এত বড় আকার ধারণ করে যে মুখ দেখাদেখি বন্ধ হয়ে যায়। কিছু করেই এই সম্পর্ককে ভালর দিকে ফেরানো যায় না।
কুম্ভ: কুম্ভ রাশির শ্বশুরবাড়ি ভাগ্যও ভাল নয়। বহু চেষ্টা করেও এঁদের সঙ্গে শ্বশুরবাড়ির লোকেদের সম্পর্ক ভাল হয় না। নানা জিনিস নিয়ে ঝামেলা লেগেই থাকে। অনেক সময় এঁদের খারাপ সম্পর্কের প্রভাব কুম্ভ রাশি দাম্পত্যজীবনেও পড়তে দেখা যায়।