Zodiac Signs Bad for Ownself

নিজের গর্ত নিজেই খোঁড়েন, সেই গর্তে পড়ে হাপিত্যেশ করেন! ছয় রাশির ব্যক্তিরা নিজেরাই হন নিজেদের ঝামেলার কারণ

রাশিচক্রের ছয় রাশির জাতক-জাতিকারা নিজেরাই নিজেদের সমস্যার সবচেয়ে বড় কারণ হয়। তালিকায় কারা রয়েছেন, দেখে নিন।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬ ১৮:২৭
Share:

—প্রতীকী ছবি।

রাশিচক্রের প্রতিটি রাশিরই যেমন কিছু ভাল দিক রয়েছে, তেমনই রয়েছে নানা খারাপ দিক। সেই সকল রাশির জাতক-জাতিকাদের মধ্যেও উভয় গুণই বর্তমান। আমাদের আশপাশে কোনও মানুষই তাই শুধু ভাল বা শুধুই খারাপ নন। সকলেই ভাল-খারাপ মিশিয়ে তৈরি। সেই অনুযায়ী বিচার করে দেখা যাচ্ছে, রাশিচক্রের ছয় রাশি রয়েছে যারা নিজেরাই নিজেদের গর্ত খোঁড়ে। তার পর সেই গর্তে পড়ে কাঁদে। এই ছয় রাশির জাতক-জাতিকারা নিজেরাই নিজেদের সমস্যার সবচেয়ে বড় কারণ হন। তালিকায় কারা রয়েছেন, দেখে নিন।

Advertisement

মেষ: ভেবেচিন্তে কাজ করা বা সিদ্ধান্ত নেওয়া মেষ জাতক-জাতিকাদের রাশিগত প্রকৃতিতে নেই। এঁরা যে কোনও জিনিস হঠকারিতায় করতে ভালবাসেন। যখন যেটা মনে হয়, সেটাই করে ফেলেন। এর ফলে যে মেষ রাশির ব্যক্তিরা ভাল কিছুর সন্ধান পান না তা নয়। তবে বিপদেও পড়েন। হুজুগের বশে কাজ করার জন্য মেষ রাশির ব্যক্তিদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়।

মিথুন: কৌতূহলী মিথুন জাতক-জাতিকাদের কৌতূহলই কিছু ক্ষেত্রে তাঁদের সবচেয়ে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। সব জানার তাগিদে এঁরা কিছুই সঠিক ভাবে জেনে উঠতে পারেন না। মিথুন জাতক-জাতিকারা কোনও একটা সিদ্ধান্তে স্থির থাকতেও পারেন না। সকলের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে এঁরা নিজে কী চাইছেন সেটা হারিয়ে ফেলেন। ফলত অপরের কাছে নিজের অজান্তেই এঁরা বিশ্বাসযোগ্যতা হারান।

Advertisement

সিংহ: সিংহ জাতক-জাতিকাদের অহঙ্কার তাঁদের পতনের মূল কারণ হয়ে দাঁড়ায়। নিজেকে শ্রেষ্ঠ মনে করায় দরকার পড়লেও এঁরা সেটা মুখ ফুটে বলে উঠতে পারেন না। ভুল করলেও অহংয়ের চাপে সিংহ জাতক-জাতিকারা সেটা স্বীকার করে উঠতে পারেন না। ফলত পরিস্থিতি তাঁদের জন্য আরও জটিল হয়ে দাঁড়ায়।

তুলা: ভারসাম্যপ্রেমী তুলা জাতক-জাতিকারা সব ক্ষেত্রে ভাল সাজতে গিয়ে নিজস্বতা হারিয়ে ফেলেন। নিজেদের মতামতও এঁরা জোর গলায় জানিয়ে উঠতে পারেন না। পাছে কেউ তাঁদের খারাপ ভাবে, সেই ভয় তুলা জাতক-জাতিকাদের তাড়া করে বেড়ায়। এ সবের চক্করে এঁরা নিজেদের কিসে ভাল হবে, কী পেলে তাঁরা খুশি হবেন সেটার খেয়াল রাখতেই ভুলে যান।

ধনু: স্বাধীনচেতা ধনু জাতক-জাতিকাদের রোমাঞ্চের নেশা তাঁদের সমস্যায় ফেলে দেয়। যা কিছু এঁদের আকর্ষণীয় লাগে, সেটির উপরই এঁরা ঝাপিয়ে পড়েন। আগুপিছু ভাবেন না। এর ফলে ধনু জাতক-জাতিকাদের প্রায়শই নানা কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। অপরের কথা কানে না তোলার স্বভাবের জন্য সেই কঠিন মুহূর্তে সহায়তার কাঁধও এঁরা সব সময় পান না।

মীন: মীনের সকলের প্রতি সহমর্মিতা এঁদের জন্য সমস্যার হয়ে দাঁড়ায়। আশপাশের মানুষেরা এঁদের ভুল বুঝে ফেলেন। মীন জাতক-জাতিকারা কখনও, কারও সঙ্গে খারাপ আচরণ করেন না। সেই কারণে অন্যরা নরম মাটি পেয়ে আঁচড়ে চলেন। দরকার ফুরোলেই তাঁরা আর এঁদের দ্বারস্থ হন না। ফলত মীন জাতক-জাতিকাদের একাকিত্বকে সঙ্গে নিয়েই থেকে যেতে হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement