আপনার কর্মে উৎসাহ আজ এত বেশি থাকবে যে কোনও কাজকেই কাজ মনে হবে না। বাড়ির কোনও ছোট সদস্য আপনাকে খুব সহায়তা করবে।
আপনার ব্যবহার সৃজনশীল না থাকলেও, স্ত্রী আপনাকে সহযোগিতা করবে। পুরনো স্মৃতি নিয়ে চিন্তা করলে মনঃকষ্ট বৃদ্ধি পেতে পারে। আপনার কথার ওপর ভিত্তি করে মা কোনও সিদ্ধান্ত নিতে পারেন। ঠাকুরঘরে বেশির ভাগ সময় কাটতে পারে।