আজ আর্থিক দিকে নতুন যোগাযোগ হতে পারে, বিচক্ষণতা খুবই জরুরি। বাড়িতে অতিথি আসবে জানতে পারায় ঘর সাজানোয় সময় ব্যয় হবে।
কারও কাছ থেকে ধার নেবেন না। সারা দিনের থেকে সন্ধ্যার পর নিজেকে খুব সতেজ মনে হবে। পাশের বাড়ির কেউ আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারে। বাবার কাজের দায়িত্ব আপনাকে নিতে হতে পারে।