কোনও কাজের জন্য টাকাপয়সা একটু লাগতে পারে। তাই অর্থের জোগানটা খুব ভাল ভাবে কাছে রাখুন।
জীবনসঙ্গীর সঙ্গে একটু বেশি করে সময় কাটান, একে অপরকে বোঝার চেষ্টা করুন। কর্মের জায়গায় সহানুভূতি সরিয়ে রেখে যুক্তিসঙ্গত কথা বলুন। পাড়ার কোনও বিষয়ে কথা বলতে যাওয়াটা উচিত হবে না। বাবার সঙ্গে কোনও স্থানে যেতে হতে পারে।