এই সপ্তাহে কর্মস্থানে আপনার কর্মদক্ষতা দেখে সবাই মুগ্ধ হবেন। প্রেম সম্পর্ক থেকে একটু দূরত্ব বজায় রাখুন।
বাড়ির লোকের জন্য প্রেমে জটিলতা দেখা দিতে পারে। সন্তানদের ব্যবহার নিয়ে নাজেহাল হতে হবে। স্বাস্থ্যের দিকে নজর দিন। না হলে শারীরিক কারণে ভ্রমণে বাধা আসতে পারে। ব্যবসায় খুব বেশি মনোযোগ দিন। কারও সঙ্গে অশান্তি হওয়ায় চিন্তা বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে। পুলিশি কোনও কাজে এগোনোর আগে একটু সাবধান থাকুন। স্ত্রীর জন্য কাজের যোগাযোগ হতে পারে। বাড়িতে কোনও কাজের জন্য খরচ বাড়তে পারে। মায়ের সুপরামর্শে বিপদ থেকে উদ্ধার পেতে পারেন।