এই সপ্তাহে অফিসের কাজের জন্য বাইরে যাওয়ায় বাড়ির কাজে একটু ব্যাঘাত আসবে। সপ্তাহের প্রথম দিকে প্রতিবেশীদের কাছ থেকে উপকার পেতে পারেন।
সন্তানদের অমনোযোগী ভাব নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। নিজের বুদ্ধির দোষে কাজের ক্ষতি হয়ে যেতে পারে। উচ্চপদস্থ কোনও ব্যক্তির সঙ্গে খুব বুঝে চলুন, তাঁর কাছে অপমানিত হতে পারেন। পিতার শরীর নিয়ে সমস্যা বাড়তে পারে, দ্রুত ডাক্তারি পরামর্শ নিন। পড়াশোনার ভাল সুযোগ আসতে পারে। সেটা নিয়ে গাফিলতি করলে চলবে না। সম্পত্তি নিয়ে ভাইবোনে বিবাদ অনেক দূর যেতে পারে। সপ্তাহের শেষ দিকে শেয়ার বাজারে লগ্নি না করাই ভাল হবে, শুরুর দিকে করতে পারেন। ব্যবসায় ভাল সুযোগ আসতে পারে, অলসতা কাটাতে হবে। হারানো কোনও জিনিস ফিরে পেতে পারেন।