—প্রতীকী ছবি।
আমাদের আশপাশে কোন মানুষের মনে কী চলছে সেটা সব সময় বোঝা যায় না। আমাদের বৃত্তে এমন বহু ব্যক্তি রয়েছেন যাঁরা মুখে ভাল সাজলেও মনে মনে খারাপটাই চান। এই সকল ব্যক্তিরা কোনও পরিস্থিতিতে অপরের ভাল সহ্য করতে পারেন না। অপরের সঙ্গে ভাল কিছু হতে দেখলেই এঁদের গায়ে জ্বালা ধরে যায়। শাস্ত্র জানাচ্ছে রাশিচক্রের তিনটি রাশি রয়েছে যারা অন্যের ভাল সহ্য করতে পারে না। অপরকে হিংসা করা এদের রাশিগত প্রকৃতিতে রয়েছে। জেনে নিন তালিকায় কারা রয়েছেন।
কোন রাশির মানুষেরা অপরের ভাল সহ্য করতে পারেন না?
কর্কট: অপরের খারাপ চাওয়ার ব্যাপারে প্রথমেই রয়েছেন কর্কট রাশির জাতক-জাতিকারা। এঁরা কখনওই কারও ভাল চান না। সর্বদা নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে চান। অপরের ভালটা বিগড়ে দেওয়ার জন্য এঁরা যা কিছু করতে পারেন। কোনও ব্যক্তি এঁদের যত কাছেরই হোক না কেন, তাঁর সঙ্গে কিছু ভাল হলেই এঁদের মুখ ভারী হয়ে যায়। অপরের ভাল এঁরা মোটেই পরিষ্কার মনে নিতে পারেন না।
কন্যা: কন্যা রাশির জাতক-জাতিকারা অপরের খারাপ চাওয়ার তালিকায় এগিয়ে রয়েছেন। এঁরা সব কিছুতে সেরা হতে চান। অন্য কেউ এঁদের ছাপিয়ে যাচ্ছে বা এঁদের মতোই ভাল কিছু করছে দেখলে সেটা এই রাশির ব্যক্তিরা সহ্য করতে পারেন না। অপরের ক্ষতিতে এঁরা একটা পৈশাচিক সুখ খুঁজে পান। তাঁদের আচরণেও অনেক সময় সেই ভাবনাধারাটি ফুটে উঠতে দেখা যায়।
ধনু: অপরের সঙ্গে ভাল কিছু হচ্ছে সেটা মেনে নিতে ধনু রাশির ব্যক্তিদেরও কষ্ট হয়। তবে সেটা এঁরা প্রকাশ করেন না। বদলে অত্যন্ত সর্ন্তপণে অপরের সঙ্গে হওয়া ভালটা এঁরা ঘেটে দেওয়ার ফন্দি এঁটে চলেন। যদিও সামনে ভাল সেজে থাকার ব্যাপারে এঁরা বাকিদের থেকে এগিয়ে থাকেন। লোকের ভাল দেখে মনের মধ্যে বয়ে চলা ঝড়টা এঁরা সকলের সামনে প্রকাশ করেন না।