এই সপ্তাহে ব্যয়ের দিকে বিশেষ নজর দিন। গৃহস্থালির জিনিস কেনায় অর্থ খরচ হবে।
শেয়ারের দিকে ঝোঁক না দেখানোই ভাল হবে। জীবনসঙ্গীর ব্যবসায় আপনাকে সহযোগিতা করতে হতে পারে। অবিবাহিতদের বিয়ের যোগ দেখা যাচ্ছে। সুদূরপ্রসারী ভ্রমণের পরিকল্পনা ব্যর্থ হতে পারে। আমদানি-রফতানি ব্যবসাদারদের জন্য সপ্তাহটা একটু জটিল হলেও, ব্যবসায় কোনও সমস্যা আসবে না। পরিবারের মর্যাদা বজায় রাখতে কম কথা বলুন। সন্তানদের অমনোযোগী ভাব আপনাকে চিন্তিত করতে পারে। মায়ের শরীর নিয়ে কোনও চিন্তা বাড়তে পারে।