এই সপ্তাহে আপনাদের উপর কাজের খুব বেশি চাপ থাকবে। তবে কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধির যোগও দেখা যাচ্ছে।
আর্থিক দিকে নতুন কোনও পাওনা আদায় হতে পারে। পরিবারের কেউ আপনাকে বড় কোনও সমস্যা থেকে মুক্ত করতে পারে। ভ্রমণের দিকটা ভাল দেখা যাচ্ছে। চাকরির অপেক্ষায় যাঁরা রয়েছেন, তাঁদের জন্য শুভ সময়। জমি কেনাবেচার ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। দীর্ঘ দিনের গতানুগতিক ভাগ্যে বেশ কিছু পরিবর্তন এই সপ্তাহে লক্ষ্য করতে পারবেন। সপ্তাহের শুরুতে আত্মবিশ্বাসের অভাব থাকলেও, সপ্তাহের শেষে তা মিটে যাবে। গাড়ি চালকদের খুব বেশি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।