প্রেমের দিকে ঝুঁকি থাকবে প্রবল, সামলে চলতে পারলে আনন্দ মিলবে। পারিবারিক পুরনো রাগ-বিদ্বেষ নতুন করে না দেখানোই ভাল।
কর্মক্ষেত্রে প্রতিযোগিতামূলক কাজ সামনে আসতে পারে, ভয় না পেয়ে নিজেকে প্রমাণ করে দেখান। প্রতিবেশীদের কাছে আজকে ভাল হওয়ার সুযোগ পেতে পারেন, এই সুযোগ হাতছাড়া করবেন না। অর্থের দিকে মন শান্ত করে কাজ করুন, আর্থিক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। সন্তানেরা আজ কিছু আবদার করলে তাঁদের নিরাশ করবেন না। জমি বা বাড়ি কেনার ইচ্ছা থাকলে এই সপ্তাহটা শুভ।