—প্রতীকী ছবি।
ভাগ্য সঙ্গে থাকলে অনেক অসাধ্যই সাধন করা যায়। লটারি কেটে পুরস্কার জেতার ব্যাপারটা অনেকের কাছে অসাধ্য সাধন করার মতোই। কিন্তু এ ক্ষেত্রেও ভাগ্য যদি আপনার সঙ্গে থাকে তা হলে কিছু না কিছু নিশ্চয়ই জিতবেন। ভাগ্যের হাল তুঙ্গে থাকলে কোটিপতিও হতে পারেন। আবার ভাগ্যের হাল বেহাল হলে বৃথা ব্যয়ও হতে পারে। এই বিষয়ে আপনাকে কিছুটা হলেও সাহায্য করতে পারবে জ্যোতিষশাস্ত্র। জুলাই মাসের তৃতীয় সপ্তাহ, অর্থাৎ ১৩ তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত কোন কোন রাশির লটারিপ্রাপ্তির যোগ রয়েছে দেখে নিন।
মেষ– মেষ রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটা লটারির দিকে খুব একটা ভাল নয়, আবার খুব খারাপও নয়। মন চাইলে এক বার কম অঙ্কের লটারি কেটে দেখতে পারেন।
বৃষ– এই সপ্তাহের মধ্যভাগটা বৃষ রাশির জন্য বেশ ভাল রয়েছে, তবে শেষভাগে একেবারেই লটারি কাটতে যাবেন না। লটারি কাটার হলে সপ্তাহের মধ্যভাগেই কাটুন।
মিথুন– মিথুন রাশির জন্য গোটা সপ্তাহটাই বেশ ভাল দেখা যাচ্ছে। তবে খুব বেশি আশা রাখা যাবে না। কারণ, দারুণ অর্থলাভ না-ও হতে পারে। কম অঙ্কের লটারি কাটাই বুদ্ধির কাজ হবে।
কর্কট– জুলাইয়ের তৃতীয় সপ্তাহে কর্কট রাশির জাতক-জাতিকারা খুব চিন্তাভাবনা করে লটারির দিকে এগোন। বিশেষ প্রাপ্তিযোগ দেখা যাচ্ছে না।
সিংহ– সিংহ রাশির জাতক-জাতিকারা সপ্তাহের যে কোনও সময়ে লটারি কাটতে পারেন। দারুণ প্রাপ্তিযোগ দেখা যাচ্ছে।
কন্যা– এই সপ্তাহটা কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য আর্থিক দিকে ভাল দেখা যাচ্ছে। ভাগ্য পরখ করে দেখতে চাইলে এক বার লটারি কেটে দেখতে পারেন।
তুলা– তুলা রাশির ব্যক্তিরা এই সপ্তাহে লটারির টিকিট কাটতে পারেন, ভাল আর্থিক যোগ রয়েছে।
বৃশ্চিক– জুলাইয়ের তৃতীয় সপ্তাহের প্রথম ভাগটা বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্য বেশ ভাল দেখা যাচ্ছে। মন চাইলে সেই সময়ই লটারি কাটুন।
ধনু– ধনু রাশির জাতক-জাতিকারা এই সপ্তাহে খুব বেশি লটারিতে ঝোঁক দেখাতে যাবেন না। মন চাইলে শেষ দিকে এক বার অল্প অঙ্কের লটারি কেটে দেখতে পারেন।
মকর– লটারির দিকে মকর রাশির জন্য এই সপ্তাহটা মধ্যম প্রকৃতির থাকবে।
কুম্ভ– জুলাইয়ের সপ্তাহের শেষভাগে কুম্ভ রাশির জাতক-জাতিকারা এক বার চেষ্টা করে দেখতে পারেন। বাকি সময় লটারি থেকে দূরে থাকাই ভাল হবে।
মীন– মীন রাশির জাতক-জাতিকারা এই সপ্তাহে খুব বেশি অঙ্কের লটারি কাটতে যাবেন না। লাভের বদলে লোকসান হওয়ার আশঙ্কা বেশি দেখা যাচ্ছে।