—প্রতীকী ছবি।
শনি আগামী ১৩ জুলাই ২০২৫, ভারতীয় সময় সকাল ৯ টা ৩০ মিনিটে গতি পরিবর্তন করে বক্রগতি প্রাপ্ত হবে। আগামী ২৮ নভেম্বর ২০২৫, সকাল ৯টা ১৫ মিনিট পর্যন্ত বক্রগতিতেই অবস্থান করবে। যখনই কোনও গ্রহ অবস্থান পরিবর্তন করে, তখন সব রাশির জীবনেই কোনও না কোনও পরিবর্তন ঘটে। সেই পরিবর্তন খারাপের দিকে হবে না ভালর দিকে, সেটা নির্ভর করে জন্মছকে শনি কী অবস্থানে রয়েছে সেটির উপর। শনির গতি পরিবর্তনে কোন রাশির কোন বিষয়ে প্রভাব পড়বে জেনে নিন।
মেষ রাশি: মেষ রাশির কর্মক্ষেত্র এবং আয়ক্ষেত্র অধিপতি হল শনি। এর ফলে এই রাশির কর্ম এবং আয়ের উপর বিশেষ প্রভাব পড়বে। প্রতিবেশীর এবং সন্তানের সঙ্গে সম্পর্কের উপরও প্রভাব পড়তে পারে।
বৃষ রাশি: এই রাশির ব্যক্তিদের কর্মক্ষেত্রের উপর বিশেষ প্রভাব পড়বে। এরই সঙ্গে উচ্চশিক্ষা, খ্যাতি, পিতৃসুখের উপরও প্রভাব পড়বে। শরীর-স্বাস্থ্য, গৃহসুখ এবং মাতৃসুখের উপরও প্রভাব পড়তে পারে।
মিথুন রাশি: মিথুন রাশির ব্যক্তিদের উচ্চশিক্ষা, খ্যাতি এবং পিতৃসুখের উপর প্রভাব পড়বে। জীবনসঙ্গী বা ব্যবসার অংশীদারের সঙ্গে সম্পর্কের উপরও প্রভাব পড়তে পারে।
কর্কট রাশি: প্রতিবেশীর এবং সন্তানের সঙ্গে কর্কটের সম্পর্কের উপর প্রভাব পড়বে। কর্ম এবং আয়ের ক্ষেত্রে পরিবর্তন আসবে।
সিংহ রাশি: সিংহ রাশির ব্যক্তিদের প্রতিবেশী, মা এবং সন্তানের সঙ্গে সম্পর্কের উপর প্রভাব পড়বে। কর্মে পরিবর্তন আসতে পারে। শরীর-স্বাস্থ্যের বিষয়ে সচেতনতা অবলম্বন জরুরি।
কন্যা রাশি: কন্যা রাশির জাতক-জাতিকাদের শরীর-স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে। মা এবং মাতৃসুখের উপর প্রভাব পড়বে।
তুলা রাশি: তুলা রাশির প্রতিবেশী, সন্তান এবং স্ত্রীর সঙ্গে সম্পর্কের উপর প্রভাব পড়বে। আয়ের ক্ষেত্রেও পরিবর্তন পরিলক্ষিত হবে।
বৃশ্চিক রাশি: শরীর-স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া প্রয়োজন। পরিবারের সদস্য, প্রতিবেশী, সন্তানের সঙ্গে সম্পর্ক এবং কর্মের উপর প্রভাব পড়বে। গৃহসুখ, মায়ের স্বাস্থ্য এবং মায়ের সঙ্গে সম্পর্কের উপরও প্রভাব পড়বে।
ধনু রাশি: ধনু রাশির শরীর-স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেওয়া জরুরি। মা, সন্তান এবং কর্মের উপর প্রভাব পড়বে।
মকর রাশি: পরিবারের সদস্য, প্রতিবেশী, মা এবং সন্তানের সঙ্গে মকরের সম্পর্কের উপর প্রভাব পড়বে। প্রভাব পড়বে উচ্চশিক্ষা, খ্যাতি এবং কর্মের উপরও।
কুম্ভ রাশি: কুম্ভ রাশির ব্যক্তিদের শরীরের উপর প্রভাব পড়বে। প্রতিবেশী, স্ত্রী এবং মায়ের সঙ্গে সম্পর্কের উপর প্রভাব পড়বে। কর্ম এবং আয়ের উপরও প্রভাব পড়বে।
মীন রাশি: মীন রাশির জাতকদের স্ত্রীর শরীর-স্বাস্থ্যের বিষয়ে সচেতনতা অবলম্বন করতে হবে। উচ্চশিক্ষা, সম্মান, খ্যাতি এবং কর্মের উপর প্রভাব পড়বে।
ব্যক্তিবিশেষে কোন ব্যক্তি কতটা ফল পাবেন, বা কতটা প্রভাবে প্রভাবিত হবেন, কিংবা প্রভাব শুভ হবে না অশুভ, তা নির্দিষ্ট ব্যক্তির জন্মছকের উপর নির্ভর করবে।