—প্রতীকী ছবি।
স্বপ্নে আমরা অনেকেই নানা উদ্ভট জিনিস দেখে থাকি। যেগুলি কাউকে বলাও যায় না, আবার কাউকে না বলে থাকাও যায় না। এই পরিস্থিতিতে মনে হাজারো প্রশ্নের উদ্ভব হয়। যেটা দেখলাম সেটা কেন দেখলাম, এর নেপথ্যকারণ কী হতে পারে। তবে জ্যোতিষশাস্ত্রে প্রায় সকল স্বপ্নেরই নানা রকম বিশ্লেষণ রয়েছে। স্বপ্নে নিজেকে বা কাউকে উলঙ্গ দেখাও সেই সকল উদ্ভট স্বপ্নের মধ্যেই পড়ে। এর নানা ব্যাখ্যা জ্যোতিষশাস্ত্রে রয়েছে। জেনে নিন সেগুলি কী কী।
১. স্বপ্নে যদি নিজেকে অন্যদের সামনে উলঙ্গ অবস্থায় দেখেন তা হলে বুঝবেন যে আপনি শীঘ্রই প্রবল অর্থকষ্টের মুখে পড়তে চলেছেন।
২. স্বপ্নে নিজেকে উলঙ্গ দেখার অর্থ হল আপনি খুব শীঘ্রই কোনও কঠিন অসুস্থতায় ভুগতে পারেন। অর্থাৎ, আপনার ভিতরে কোনও রোগ বাসা বেঁধে রয়েছে। এই স্বপ্ন দেখলে শীঘ্রই চিকিৎসকের দ্বারস্থ হওয়া উচিত।
৩. এক জন ব্যবসায়ী যদি নিজেকে স্বপ্নে উলঙ্গ অবস্থায় দেখেন তা হলে সেটি শুভ লক্ষণ। এর অর্থ হল তাঁর ব্যবসা শীঘ্রই ফুলেফেঁপে উঠবে। তিনি লাভের মুখ দেখবেন।
৪. কোনও অসুস্থ ব্যক্তি যদি স্বপ্নে নিজেকে অসুস্থ অবস্থায় দেখেন তা হলে বুঝতে হবে যে অবস্থার আরও অবনতি হতে পারে।
৫. স্বপ্নে কোনও বিপরীত লিঙ্গের ব্যক্তিকে দেখে যদি লজ্জা পান, তা হলে বুঝতে হবে যে কিছু দিনের মধ্যেই আপনি সামাজিক ক্ষেত্রে কোনও লজ্জার মুখে পড়তে পারেন। সেই পরিস্থিতিতে পড়ে আপনার মানহানিও হতে পারে।
৬. স্বপ্নে নিজের স্ত্রী বা বান্ধবীকে উলঙ্গ অবস্থায় দেখা অশুভ। এর অর্থ হতে পারে যে আপনাদের সম্পর্ক তলানির দিকে এগোচ্ছে।
৭. কোনও পুরুষ স্বপ্নে যদি কোনও মহিলাকে উলঙ্গ অবস্থায় দেখেন তা হলে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা বোঝায়।
৮. কোনও মহিলা যদি স্বপ্নে কোনও পুরুষকে উলঙ্গ অবস্থায় দেখেন, এতে বোঝায় উক্ত মহিলা শীঘ্রই কোনও দুঃখের খবর পেতে পারেন।
৯. কোনও মহিলা স্বপ্নে তার স্বামীকে উলঙ্গ অবস্থায় দেখলে ধরে নিতে হবে, স্বামীর সঙ্গে কিছু দিনের মধ্যেই অশান্তির সৃষ্টি হবে।
১০. কোনও মহিলা স্বপ্নে যদি নিজেকে উলঙ্গ অবস্থায় দেখে আনন্দ পেয়ে থাকেন, এর অর্থ খুব শীঘ্রই তাঁর কিছু সমস্যা আসতে পারে। নানা ভাবে আর্থিক ক্ষতি এবং সামাজিক ভাবে অপমানিতও হতে পারেন।