Exam-time diet as per astrology

পরীক্ষা দিতে যাওয়ার আগে সপ্তাহের দিন অনুযায়ী মুখে দিন ‘লাকি’ খাবার, সফল হওয়ার সম্ভাবনা হবে দ্বিগুণ!

বার অনুযায়ী কিছু জিনিস মুখে দিয়ে পরীক্ষা দিতে গেলে খুব ভাল ফল পাওয়া যায় এবং সফলতা আসে দ্রুত।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৫ ১৭:২৪
Share:

—প্রতীকী ছবি।

যে কোনও পরীক্ষাতেই আমরা সফল হতে চাই। স্কুল-কলেজের পরীক্ষা হোক বা চাকরির পরীক্ষা, ভাল হওয়াই কাম্য। পরীক্ষা নিয়ে যেমন পরীক্ষার্থীদের চিন্তা থাকে, তেমনই বাড়ির গুরুজনদেরও চিন্তা থাকে যথেষ্ট। তাই আগেকার সময়ে পরীক্ষা দিতে যাওয়ার আগে যে কোনও মিষ্টি জিনিস মুখে দিয়ে যাওয়ার রেওয়াজ প্রচলিত ছিল। তবে, জ্যোতিষশাস্ত্র মতে যে কোনও পরীক্ষা দিতে যাওয়ার আগে দেখতে হবে সপ্তাহের কোন বারে পরীক্ষাটা পড়েছে। কারণ বার অনুযায়ী কিছু জিনিস মুখে দিয়ে পরীক্ষা দিতে গেলে খুব ভাল ফল পাওয়া যায় এবং সফলতা আসে দ্রুত।

Advertisement

দেখে নেব কোন বারে কোন জিনিস খেয়ে গেলে পরীক্ষা ভাল হবে:

সোমবার: সোমবার যে কোনও পরীক্ষা দিতে যাওয়ার আগে দুধ খেয়ে গেলে খুব ভাল ফল পাওয়া যেতে পারে বলে মনে করা হয়।

Advertisement

মঙ্গলবার: আখের গুড় মুখে দিয়ে মঙ্গলবার কোনও পরীক্ষা দিতে গেলে সফলতা পাওয়া যায়।

বুধবার: বুধবার যদি পরীক্ষা দিতে যাওয়া হয়, তা হলে তেলে ভাজা কোনও খাবার খেয়ে যেতে পারলে খুব ভাল হয়। খাবারটি যে কোনও তেলে ভাজা যেতে পারে।

বৃহস্পতিবার: বৃহস্পতিবার পরীক্ষা পড়লে বাড়ি থেকে বেরোনোর আগে মুখে দই দিয়ে বেরোতে হবে। খুব ভাল ফল পাবেন।

শুক্রবার: ছোলার ছাতু খেয়ে শুক্রবার পরীক্ষা দিতে গেলে সফল হওয়ার সম্ভাবনা দ্বিগুণ হয়।

শনিবার: শনিবার পরীক্ষা দিতে যাওয়ার আগে মুখে আদা ও নুন দিয়ে বেরোতে হবে।

রবিবার: বহু চাকরির পরীক্ষা রবিবার করে পড়ে। এই দিন পরীক্ষা দিতে বেরোনোর আগে মুখে পান দিয়ে বেরোন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement