Uttar Pradesh

ক্রিকেট খেলতে গিয়ে বচসা, উত্তরপ্রদেশে মাঝ-মাঠে ব্যাট দিয়ে মারতে মারতে বন্ধুকে খুন তরুণের

নিহতের নাম শক্তি (১৮)। বুলন্দশহরেরই রসুলপুর গ্রামের বাসিন্দা ওই তরুণ রবিবার বিকেলে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলছিলেন। কিন্তু খেলা শেষের মুখে শেষ বল নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। শুরু হয়ে যায় বচসা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ মে ২০২৫ ২০:৫৮
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

রোজকার মতো ক্রিকেট খেলছিলেন এক দল তরুণ। সেই খেলাই কাল হল। শেষ বল নিয়ে উত্তেজনার জেরে বন্ধুকে ব্যাট দিয়ে পিটিয়ে খুন করলেন তরুণদের একজন। রবিবার উত্তর প্রদেশের বুলন্দশহরে ঘটনাটি ঘটেছে। নিহত তরুণের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতের নাম শক্তি (১৮)। বুলন্দশহরেরই রসুলপুর গ্রামের বাসিন্দা ওই তরুণ রবিবার বিকেলে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলছিলেন। কিন্তু খেলা শেষের মুখে শেষ বল নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। শুরু হয়ে যায় বচসা। এক পর্যায়ে মাঠের মাঝেই শক্তিকে ব্যাট দিয়ে মারতে শুরু করে দেন আর এক তরুণ। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি অচৈতন্য তরুণকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম বিশেষ শর্মা। তিনিই শক্তিকে ব্যাট দিয়ে আক্রমণ করেছিলেন বলে অভিযোগ। বিশেষের বিরুদ্ধে থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন শক্তির মামা মোহিত কুমার। সে সময় তিনি মাঠের কাছেই কাজ করছিলেন। বিবাদের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে ভাগ্নেকে পড়ে থাকতে দেখেন মোহিত। তিনিই ওই তরুণকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। নিহতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত যুবক ও তাঁর সঙ্গীরা পলাতক। অনুপশহরের ডিএসপি রাম করণ জানিয়েছেন, অভিযুক্তকে খুঁজতে পৃথক তদন্ত দলও গঠন করা হয়েছে। তল্লাশি চলছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement