Bihar Assembly Election 2025

এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশের পরেও তিন লক্ষ ভোটার বাড়ল কী ভাবে? কংগ্রেসের প্রশ্নের জবাব দিল কমিশন

কংগ্রেস তাদের সমাজমাধ্যমের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করে। সেই ভিডিয়োটি বিহারের ভোটঘোষণার দিনে জ্ঞানেশ কুমারের। সেই সময় জ্ঞানেশ কুমার জানিয়েছিলেন, বিহারের ভোটারসংখ্যা। সেই অংশ কেটে পোস্ট করে কংগ্রেস।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ ১৯:০৮
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

বিহারে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সময় দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছিলেন, মোট ভোটারের সংখ্যা সাত কোটি ৪২ লক্ষ। কিন্তু পরে ভোটার তালিকায় দেখা যায় ভোটারের সংখ্যা তিন লক্ষ বেড়েছে! মোট ভোটারের সংখ্যা দাঁড়ায় সংখ্যা সাত কোটি ৪৫ লক্ষে। কী ভাবে তিন লক্ষ ভোটার বাড়ল? কোথা এল তারা? ভোটের ফলপ্রকাশের পর প্রশ্ন তুলেছিল কংগ্রেস। সেই প্রশ্নের জবাব দিল কমিশন। জানাল, কেন তিন লক্ষ ভোটার বাড়ল? শুধু তা-ই নয়, ভোটঘোষণার সময় কেন ৭.৪২ কোটি ভোটারের কথা বলা হয়েছিল, তার ব্যাখ্যাও দেওয়া হয়েছে।

Advertisement

কংগ্রেস তাদের সমাজমাধ্যমের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করে। সেই ভিডিয়োটি বিহারের ভোটঘোষণার দিনে জ্ঞানেশ কুমারের। সেই সময় জ্ঞানেশ কুমার জানিয়েছিলেন, বিহারের ভোটারসংখ্যা। সেই অংশ কেটে পোস্ট করে কংগ্রেস। তার সঙ্গে চূড়ান্ত ভোটার তালিকায় ভোটার সংখ্যার কথাও উল্লেখ করে। প্রশ্ন তোলে কী ভাবে তিন লক্ষ ভোটার বাড়ল?

কমিশনের এক কর্তা সংবাদ সংস্থা পিটিআই-কে জানায়, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) চূড়ান্ত তালিকার প্রকাশের পরে আরও তিন লক্ষ ভোটার জুড়েছে! গত ৬ অক্টোবর কমিশন বিবৃতিতে যে ভোটার সংখ্যা জানিয়েছিল, তা ৩০ সেপ্টেম্বর এসআইআরের চূড়ান্ত তালিকার ভিত্তিতে। সেই কারণে সে সময় ভোটারের সংখ্যা ৭.৪২ কোটি জানানো হয়েছিল।

Advertisement

তবে নির্বাচনের নিয়ম অনুযায়ী, ভোটঘোষণার পর প্রতি দফার ভোটের মনোনয়ন দাখিলের শেষ তারিখের ১০ দিন আগে পর্যন্ত যোগ্য ভোটারেরা ভোটার তালিকায় নাম যুক্ত করার আবেদন করতে পারেন! ওই নির্বাচনী আধিকারিকের কথায়, ‘‘বিহারের ক্ষেত্রেও তাই হয়েছে। দুই দফায় ভোট হয়েছে বিহারে। প্রতি দফার ভোটের মনোনয়ন জমা দেওয়ার ১০ দিন আগে পর্যন্ত যোগ্য ভোটারেরা আবেদন করেছিলেন। তথ্য যাচাইয়ের পর সেই ভোটারদেরই ভোটার তালিকায় যুক্ত করা হয়েছে।’’ উল্লেখ্য, প্রথম দফার ভোটের মনোনয়ন দাখিলের শেষ তারিখ ছিল ১৭ অক্টোবর এবং দ্বিতীয় দফায় ২০ অক্টোবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement