Tejashwi Yadav

পটনায় তেজস্বীর কনভয়ে গাড়ি নিয়ে ঢুকে পড়লেন মত্ত যুবক! অল্পের জন্য রক্ষা পেলেন লালু-পুত্র

২০১৬ সালে বিহারে মদ বিক্রি এবং মদ্যপান নিষিদ্ধ করেছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ। মূলত সে রাজ্যে চোলাই মদের বিক্রি রুখতেই এই কঠোর পদক্ষেপ করেন তিনি। সেই বিহারে তেজস্বী যাদবের কনভয়ে গাড়ি নিয়ে ঢুকে পড়লেন মত্ত যুবক!

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ জুলাই ২০২৫ ১৯:২৯
Share:

তেজস্বী যাদব। —ফাইল চিত্র।

আরজেডি নেতা তেজস্বী যাদবের কনভয়ে গাড়ি নিয়ে আচমকা ঢুকে পড়লেন এক ব্যক্তি। অল্পের জন্য দুর্ঘটনা এড়ানো গেলেও প্রশ্ন উঠছে ওই ব্যক্তির কীর্তিতে। পুলিশ জানিয়েছে, মত্ত অবস্থায় অভিযুক্ত পটনায় তেজস্বীর কনভয়ের মধ্যে ঢুকে পড়েছিলেন। ‘মদ নিষিদ্ধ’ বিহারে ওই মত্ত ব্যক্তির কাণ্ড নিয়ে হাসির রোল নেটদুনিয়ায়।

Advertisement

সুলতানগঞ্জ থানার এসএইচও মনোজ কুমার জানান, বুধবার গভীর রাতে বিহারের বিরোধী দলনেতা তেজস্বীর কনভয় যখন জেপি গঙ্গা পথ ধরে যাচ্ছিল, তখনই ঘটনাটি ঘটে। তিনি বলেন, ‘‘গাড়িটি যখন কনভয়ে আচমকা ঢুকে পড়ে, তখন নিরাপত্তারক্ষীরা সেটা আটকান। তদন্তে জানা গিয়েছে, ওই গাড়ির চালক মত্ত অবস্থায় ছিলেন।’’

অভিযুক্ত পটনার মোকামার এলাকায় থাকেন। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিএনএসের একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে তারা। কোথা থেকে তিনি আসছিলেন, কোথায় মদ্যপান করেছেন— এমন নানা প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।

Advertisement

২০১৬ সালে বিহারে মদ বিক্রি এবং মদ্যপান নিষিদ্ধ করেছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ। মূলত সে রাজ্যে চোলাই মদের বিক্রি রুখতেই এই কঠোর পদক্ষেপ করেন তিনি। তার পরেও অবশ্য বিহারে চোলাই মদ খেয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। এ বার প্রকাশ্যে এল মত্ত যুবকের কীর্তি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement