Haryana Incident

কন্যার রিল বানানোয় বিরক্ত, পর পর গুলি বাবার! মৃত্যু হরিয়ানার টেনিস খেলোয়াড়ের

গুলি করার কথা স্বীকার করেছেন অভিযুক্ত, এমনই খবর পুলিশ সূত্রে। কেন গুলি করলেন? পুলিশকে অভিযুক্ত জানিয়েছেন, তাঁর কন্যা কথা শুনতেন না। সব সময় রিল বানাতেন সমাজমাধ্যমে। বারণ করেও লাভ হয়নি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ জুলাই ২০২৫ ১৯:০৪
Share:

বাবার করা গুলিতে প্রাণ হারালেন হরিয়ানার টেনিস খেলোয়াড় রাধিকা যাদব। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

সারা ক্ষণ ইনস্টাগামে মশগুল রিল বানানো নিয়ে। কন্যার এই স্বভাব মেনে নিতে পারেননি হরিয়ানার এক ব্যক্তি। বার বার বারণ করা সত্ত্বেও কোনও কাজ হয়নি। রাগে নিজের কন্যাকে গুলি করে খুন করলেন ওই ব্যক্তি। মৃতা হরিয়ানার রাজ্যস্তরের এক জন টেনিস খেলোয়াড়।

Advertisement

ঘটনাটি ঘটেছে হরিয়ানার গুরুগ্রামের সুশান্তলোক এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃতার নাম রাধিকা যাদব। বৃহস্পতিবার তাঁকে লক্ষ্য করে তাঁর বাবা পর পর পাঁচটি গুলি করেন। তার মধ্যে তিনটি লাগে রাধিকার গায়ে। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। ঘটনা প্রকাশ্যে আসার পর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

জেরায় গুলি করার কথা স্বীকার করেছেন অভিযুক্ত, এমনই খবর পুলিশ সূত্রে। কেন গুলি করলেন? পুলিশকে অভিযুক্ত জানিয়েছেন, তাঁর কন্যা কথা শুনতেন না। সব সময় রিল বানাতেন সমাজমাধ্যমে। রাধিকাকে বার বার বারণ করেও লাভ হয়নি। তাই রাগের মাথায় কন্যাকে গুলি করেন বলে অভিযুক্ত। পুলিশ অভিযুক্তের দু’টি বন্দুক বাজেয়াপ্ত করেছে।

Advertisement

রাধিকা বহু দিন ধরেই টেনিস খেলছেন। রাজ্যস্তরে একাধিক প্রতিযোগিতা জিতেছেন। এলাকায় পরিচিত মুখ ছিলেন রাধিকা। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সুশান্তলোক এলাকায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement