Encounter in UP

উত্তরপ্রদেশে মহিলা পুলিশ দলের প্রথম ‘এনকাউন্টার’! গুলির লড়াইয়ের পর গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী

পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীর নাম জিতেন্দ্র। তার বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি এবং চুরি-সহ বেশ কয়েকটি মামলা ঝুলছে। পুলিশের খাতায় ‘ওয়ান্টেড’।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৬:১৭
Share:

গুলিবিদ্ধ সেই দুষ্কৃতী। ছবি: সংগৃহীত।

উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদে এই প্রথম কোনও মহিলা পুলিশ দল ‘এনকাউন্টার’ করল। ‘ওয়ান্টেড’ দুষ্কৃতীকে ধরতে পুরো অভিযানেই ছিলেন মহিলার পুলিশ আধিকারিক এবং কর্মীরা। দুষ্কৃতীকে তাড়া করে ঘিরে ফেলা হয়েছিল। তখনই পুলিশ দলটিকে লক্ষ্য করে গুলি চালায় সে। পাল্টা গুলি চালায় পুলিশও। দু’পক্ষের মধ্যে সংঘর্ষে পায়ে গুলি লাগে দুষ্কৃতীর। তার পরই তাকে গ্রেফতার করা হয়।

Advertisement

পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীর নাম জিতেন্দ্র। তার বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি এবং চুরি-সহ বেশ কয়েকটি মামলা ঝুলছে। পুলিশের খাতায় ‘ওয়ান্টেড’। গোপন সূত্রে খবর পায় পুলিশ, জিতেন্দ্র গাজ়িয়াবাদে হাজির হয়েছে। সেই খবর পেয়েই নাকাতল্লাশি শুরু করে পুলিশ।

পুলিশ আধিকারিক উপাসনা পান্ডে জানিয়েছেন, বাইকে করে আসছিল জিতেন্দ্র। সেই সময় তাকে আটকানোর চেষ্টা করে পুলিশ। কিন্তু পুলিশকে দেখেই বাইক ঘুরিয়ে পালানোর চেষ্টা করে জিতেন্দ্র। কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। তাকে আত্মসমর্পণ করতে বলা হয় পুলিশের তরফে। কিন্তু তা না করে পুলিশের দলটিকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জিতেন্দ্র। পাল্টা গুলি চালায় পুলিশও। সেই সময়েই গুলিবিদ্ধ হয় জিতেন্দ্র। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, জেরায় জিতেন্দ্র স্বীকার করেছে, যে বাইক সে চালাচ্ছিল, সেটি চুরি করেছে। দিল্লি-এনসিআর অঞ্চলে বাইক, স্কুটার, ফোন চুরি করত। জিতেন্দ্রর কাছ থেকে একটি পিস্তলও উদ্ধার করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement