দলিত চাপে রোজ অম্বেডকর নাম জপ মোদীদের

উত্তরপ্রদেশের আর এক দলিত সংগঠনের সদস্যরা আইন লঘুর প্রতিবাদে নিজেদের রক্ত দিয়ে চিঠি লিখেছেন প্রধানমন্ত্রীকে। বিজেপি শাসিত আর এক রাজ্য ছত্তীসগঢ়ে আদিবাসীরাও পুলিশি জুলুমের বিরুদ্ধে পথে নেমেছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৮ ০৩:৪৫
Share:

ওডিশার বোলাঙ্গিরের এক দলিতের বাড়িতে ভোজ অমিত শাহের। বৃহস্পতিবার। পিটিআই

রোজ অম্বেডকর-নাম জপ করছেন নরেন্দ্র মোদী-অমিত শাহ।

Advertisement

গলায় বিঁধেছে দলিত-কাঁটা। সাবিত্রী ফুলে, উদিত রাজের মতো বিজেপির দলিত নেতা-নেত্রীরা প্রকাশ্যে দলের বিরুদ্ধে সরব হওয়ার পর উত্তরপ্রদেশের আর এক দলিত সাংসদ ছোটেলাল মুখর হয়েছেন প্রধানমন্ত্রী আর যোগী আদিত্যনাথের বিরুদ্ধে। যোগী তাঁকে উৎপীড়ন করেছেন বলে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে নালিশও জানিয়েছেন। উত্তরপ্রদেশের আর এক দলিত সংগঠনের সদস্যরা আইন লঘুর প্রতিবাদে নিজেদের রক্ত দিয়ে চিঠি লিখেছেন প্রধানমন্ত্রীকে। বিজেপি শাসিত আর এক রাজ্য ছত্তীসগঢ়ে আদিবাসীরাও পুলিশি জুলুমের বিরুদ্ধে পথে নেমেছেন।

ঘরে-বাইরে চড়া অসন্তোষের মুখে রোজ কোনও না-কোনও সূত্রে দলিত প্রসঙ্গ টেনে আনছেন শাসক জুটি। আজ ছিল ‘জাতীয় সমুদ্র দিবস’। এই প্রসঙ্গেও মোদী টুইট করে বললেন, অম্বেডকরই ‘জলশক্তি’র কথা প্রথম বলেছিলেন। জগজীবন রামের জন্মদিনেও ঘটা করে ‘শ্রদ্ধা’ জানান প্রধানমন্ত্রী। মোদীর সেনাপতি অমিত শাহ আজ ওড়িশায় দলিত ঘরে মধ্যাহ্নভোজ করেন। রাহুল গাঁধীর সভার ভিডিও টুইট করে বলেন, দলিত-আইন তুলে দেওয়া হয়েছে বলে ঘৃণা ছড়াচ্ছেন।

Advertisement

কাল সংসদের শেষ দিনে দলের সাংসদদের বৈঠকেও প্রধানমন্ত্রী বলতে পারেন। কালই বিজেপির প্রতিষ্ঠা দিবস। অমিত শাহ যাচ্ছেন মুম্বইয়ে। সরসঙ্ঘচালক মোহন ভাগবত থাকবেন দিল্লিতে। দু’টি অনুষ্ঠানে তিনিও বক্তৃতা দেবেন। দলিত ইস্যুতে এখন সঙ্ঘ-বিজেপি একজোট হয়েই ক্ষত মেরামত করতে চাইছে। কালই ‘নমো অ্যাপ’-এর মাধ্যমে প্রধানমন্ত্রী মীনাক্ষী লেখি, মনোজ তিওয়ারি, পুনম মহাজন, অনুরাগ ঠাকুর, রাজীব রুডির নির্বাচনী কেন্দ্রের কর্মী ও ৭৩৪টি জেলার সভাপতির সঙ্গে সরাসরি কথা বলবেন।

আরও পড়ুন: অচল সংসদই একজোট করল বিরোধীদের

তবে বিজেপিকে মোকাবিলা করতে উত্তরপ্রদেশে এ বারে সপা-বসপা বড় আকারে অম্বেডকরের জন্মদিন পালন করতে চলেছে। সনিয়া-রাহুলও আজ সংসদে জগজীবনের মূর্তিতে শ্রদ্ধা জানান। সপ্তাহের গোড়ায় দলিত আন্দোলনের পরে বিজেপি সরকার যে ভাবে বিরোধীদের নির্যাতন করছে, তার প্রতিবাদ জানিয়ে মায়াবতী আজ মুখোমুখি হন সাংবাদিকদের। বলেন, গোরক্ষপুর-ফুলপুরের হার বিজেপি হজম করতে পারছে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন