জেপি নড্ডা। —ফাইল চিত্র।
বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছে। দলের একটি সূত্র উদ্ধৃত করে প্রকাশিত খবরে জানানো হয়েছে, আগামী ৯ সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচনের পরেই জেপি নড্ডার উত্তরসূরি বাছাইয়ের কাজ শুরু করবেন নরেন্দ্র মোদী-অমিত শাহেরা।
আগামী নভেম্বরে বিহারে বিধানসভা ভোট হওয়ার কথা। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রী নড্ডাকে ওই নির্বাচন পর্যন্ত সভাপতি পদে বহাল রেখে দেওয়া হবে কি না, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। প্রসঙ্গত, গত বছর লোকসভা ভোটের আগেই বিজেপি সভাপতি হিসেবে প্রথম তিন বছরের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল জেপি নড্ডার। কিন্তু নির্বাচনের কথা মাথায় রেখে সে সময় তাঁকে দায়িত্বে রেখে দেওয়া হয়েছিল।
লোকসভা ভোটের পরে বছর ঘুরে গেলেও নড্ডার উত্তরসূরি মনোনীত করতে পারেনি মোদী-শাহের দল। যদিও এ বিষয়ে দলের নেতৃত্ব এবং আরএসএসের শীর্ষ পদাধিকারিদের মধ্যে বেশ কয়েক দফা আলোচনা হয়েছে বলে বিজেপির ওই সূত্রের দাবি। তবে সর্বভারতীয় সভাপতি নির্বাচন বাকি থাকলেও পশ্চিমবঙ্গ-সহ অধিকাংশ রাজ্যেই নতুন সভাপতি বাছাইয়ের পর্ব শেষ করে ফেলেছেন বিজেপি শীর্ষ নেতৃত্ব।