বিহার ভোটার তালিকা সংশোধনীর বিতর্কের মাঝে মুখ খুললেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। —ফাইল চিত্র।
বিহারের ভোটার তালিকা সংশোধনীর বিতর্কে এ বার মুখ খুললেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। মৃত ভোটারদের বা বিদেশিদের কোন যুক্তিতে ভোটার তালিকায় রেখে দেওয়া যায়, তা নিয়ে প্রশ্ন তুললেন তিনি। ভোটার তালিকা সংশোধনের জন্য কমিশনের বিশেষ সমীক্ষা নিয়ে ধারাবাহিক ভাবে প্রশ্ন তুলে যাচ্ছে বিরোধী দলগুলি। বিহারে ভোটার তালিকা সংক্রান্ত সমীক্ষার বিরুদ্ধে বৃহস্পতিবারও সংসদচত্বরে বিক্ষোভ হয়েছে। এরই মধ্যে বিহারের ভোটার তালিকা সংশোধনী নিয়ে মুখ খুললেন জ্ঞানেশ।
সংবাদমাধ্যম ‘সিএনএন-নিউজ়১৮’কে মুখ্য নির্বাচন কমিশনার বলেন, “নির্বাচন কমিশন কি মৃত ভোটারদেরও ভোটার তালিকায় রেখে দেওয়ার অনুমতি দেবে?” তাঁর বক্তব্য, ভোটার তালিকা হল একটি সফল গণতন্ত্রের ভিত্তি। জ্ঞানেশের প্রশ্ন, “একই ব্যক্তির নাম কি ভোটার তালিকায় দু’বার থাকতে দেওয়া যায়? বিদেশি নাগরিকেরা কি ভোটার তালিকায় থাকতে পারেন?” ঘটনাচক্রে, বুধবারই কমিশন জানিয়েছে, বিহারের সংশোধিত ভোটার তালিকা থেকে বাদ পড়তে চলেছে অন্তত ৫৬ লক্ষ নাম। ওই তথ্য প্রকাশ্যে আসার পরে বিতর্ক আরও বৃদ্ধি পায়। এই আবহে কমিশনের কাজের ব্যাখ্যা দিলেন মুখ্য নির্বাচন কমিশনার।
বুধবার কমিশন জানিয়েছে, বাদ পড়া নামগুলির মধ্যে অন্তত ২০ লক্ষ ‘মৃত’ বলে তথ্যপ্রমাণ রয়েছে তাদের কাছে। তালিকা থেকে ছাঁটাই ২৮ লক্ষ ভোটার এখন আর বিহারের স্থায়ী বাসিন্দা নন। তাঁরা ভিন্রাজ্যে থাকেন। অবশিষ্টদের মধ্যে অন্তত সাত লক্ষে়র নাম একাধিক ঠিকানার ভোটার তালিকায় থাকায় বাদ দেওয়া হয়েছে। কমিশনের হিসাব অনুসারে, বিহারে ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত বিশেষ সমীক্ষায় প্রতিটি বিধানসভা কেন্দ্র পিছু গড়ে ২৩ হাজার নাম বাদ পড়তে পারে।
চলতি বছরের অক্টোবর-নভেম্বরে বিহারে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তার আগে ভোটার তালিকার এসআইআর করতে গিয়ে বিতর্কের মুখে পড়েছে নির্বাচন কমিশন। বস্তুত, শুধুমাত্র বিহারেই নয়, এর পরে দেশের অন্য রাজ্যগুলিতেও একই ভাবে সমীক্ষা চালাতে চায় কমিশন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকেই এই সমীক্ষা নিয়ে প্রশ্ন তুলে আসছেন। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র কমিশনের সমীক্ষার বিরুদ্ধে মামলাও করেছেন সুপ্রিম কোর্টে। গত সোমবার তৃণমূলের ২১ জুলাইয়ের সভা থেকেও কমিশনের বিরুদ্ধে তোপ দেগেছেন মমতা। বিহারে ৪০ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে বলে সোমবারের সভা থেকে অভিযোগ তুলেছেন তিনি।
বিহারে কমিশনের সমীক্ষার বিরুদ্ধে সংসদচত্বরেও গত কয়েক দিন ধরে বিক্ষোভ চালাচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলি। অধিবেশনে এ বিষয়ে আলোচনার দাবি তুলেছেন তাঁরা। বৃহস্পতিবার সকালেও কংগ্রেস, সমাজবাদী পার্টি-সহ বিভিন্ন বিরোধী দল এর বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে সংসদচত্বরে।