এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ এমকে স্ট্যালিনের দল ডিএমকে। — ফাইল চিত্র।
পশ্চিমবঙ্গ-সহ ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)। সেই তালিকায় রয়েছে তামিলনাড়ুও। নির্বাচন কমিশনের এসআইআর করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এ বার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল তামিলনাড়ুর শাসক দল ডিএমকে। তাদের অভিযোগ, এই প্রক্রিয়ার ফলে লক্ষ লক্ষ প্রকৃত ভোটার তাঁদের ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন!
কেন এমন আশঙ্কা করছে এমকে স্ট্যালিনের দল? ডিএমকে-র সাংগঠনিক সম্পাদক আরএস ভারতী জানান, এসআইআর করার যথাযথ প্রক্রিয়ার অভাব রয়েছে। শুধু তা-ই নয়, কেন কম সময়ের মধ্যে কী ভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব, তা নিয়েও প্রশ্ন তুলেছে ডিএমকে। যদি এসআইআর বাতিল না-হয়, তবে যথাযথ প্রক্রিয়ার অভাবে লক্ষ লক্ষ প্রকৃত ভোটারের নাম বাদ যাবে। এটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন ব্যাঘাত ঘটতে পারে।
এসআইআর নিয়ে প্রথম থেকেই কমিশনের বিরোধিতা করেন স্ট্যালিন। তাঁর অভিযোগ, নির্বাচনের কয়েক মাস আগে ভোটার তালিকা থেকে ‘প্রকৃত ভোটারদের’ নাম বাদ দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে কমিশন। বিহারে এমনই করা হয়েছিল বলে অভিযোগ ডিএমকে প্রধানের। তাঁর দাবি, বিহারে যা করেছে, তা এ বার অন্য রাজ্যগুলিতে করার চেষ্টা করছে কমিশন।
উল্লেখ্য, মঙ্গলবার থেকে তামিলনাড়ুতেও শুরু হচ্ছে এসআইআর প্রক্রিয়া। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার থেকেই বাড়ি বাড়ি যাবেন বুথ স্তরের অফিসারেরা (বিএলও)। সংশ্লিষ্ট বিএলও-ই ভোটারদের যাবতীয় তথ্য সংগ্রহ করে কমিশনে পাঠাবেন।