Man Bites Snake

কালাচের কামড় খেয়ে রাগে তার মাথা চিবিয়ে ফেললেন মত্ত, বিছানায় সাপের দেহ রেখে আবার ঘুম যুবকের!

শুক্রবার সকাল হতেই বাড়ির লোকজন বেঙ্কটেশের ঘরে ঢুকে কার্যত থ হয়ে যান। দেখেন, মাছি ভন ভন করছে খাটে। বিষধরের দেহের পাশে অকাতরে ঘুমোচ্ছেন যুবক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০১
Share:

—প্রতীকী চিত্র।

আকণ্ঠ পান করে বাড়ি ঢুকেছিলেন। বিছানায় শোয়ামাত্রই ঘুমিয়ে পড়েছিলেন। কিন্তু আগেই সেই বিছানায় এসে শুয়েছিল বিষাক্ত কালাচ। যুবকের ঘুমের মধ্যে মাঝরাতে সাপটি তাকে কামড়ায়। যন্ত্রণার চোটে উঠে বসে সাপটিকে ধরে পাল্টা কামড়ে ধরেন মত্ত। মারা যায় সাপটি। তাকে পাশে নিয়ে আবার ঘুমিয়ে পড়েন যুবক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলায়।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার বাইরে পানাহার করে রাতে নিজের ঘরে ঢোকেন বছর চল্লিশের বেঙ্কটেশ। ঘুমিয়ে পড়েছিলেন নিজের ঘরে। মাঝ রাতে তীব্র যন্ত্রণায় বিছানায় উঠে বসেন তিনি। দেখেন পাশে কালাচ। বুঝতে দেরি হয়নি, আক্রমণকারী কে। রাগের চোটে সাপটিকে খপ করে ধরে তার মাথা চিবিয়ে ফেলেন মত্ত বেঙ্কটেশ। মারা যায় কালাচটি। তাকে বিছানায় ফেলে আবার ঘুমিয়ে পড়েন যুবক।

শুক্রবার সকাল হতেই বাড়ির লোকজন বেঙ্কটেশের ঘরে ঢুকে কার্যত থ হয়ে যান। দেখেন, মাছি ভন ভন করছে খাটে। বিষধরের দেহের পাশে অকাতরে ঘুমোচ্ছেন যুবক। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Advertisement

প্রথমে স্থানীয় একটি হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা হয় বেঙ্কটেশের। কিন্তু তাঁর শারীরিক পরিস্থিতি দেখে উন্নত একটি হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকেরা। বর্তমানে তিরুপতি রুইয়া হাসপাতালে তাঁর চিকিৎসা হচ্ছে। পরিস্থিতি আশঙ্কাজনক। চিকিৎসকেরা জানিয়েছেন, পর্যবেক্ষণে রাখা হয়েছে রোগীকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement