India-US Trade Deal

ভারত-আমেরিকার বাণিজ্যচুক্তির প্রথম ধাপ চূড়ান্ত কবে? ডিসেম্বরেই ফের দিল্লি আসছেন মার্কিন প্রতিনিধিরা

২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে প্রস্তাবিত এই চুক্তির লক্ষ্য ছিল, ২০৩০ সালের মধ্যে ভারত-মার্কিন বাণিজ্য বর্তমানে ১৯১ বিলিয়ন মার্কিন ডলার থেকে ৫০০ বিলিয়ন মার্কিন ডলারে নিয়ে যাওয়া।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫ ১৮:৩৯
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

ভারত এবং আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি চূড়ান্ত হবে কবে? দিনক্ষণ এখনও অনিশ্চিত। তবে সূত্রের খবর, ১০ ডিসেম্বর থেকে আবার দুই দেশের প্রতিনিধিরা নিজেদের মধ্যে বৈঠকে বসছেন। আশা করা হচ্ছে, বাণিজ্যচুক্তির প্রথম ধাপ চূড়ান্ত হয়ে যাবে ওই বৈঠকেই!

Advertisement

তিন দিনের আলোচনা হবে। ১০-১২ ডিসেম্বর। বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা সারতে ভারতে আসছে মার্কিন প্রতিনিধি দল। আমেরিকার বাণিজ্য প্রতিনিধি দলের ডেপুটি রিক সুইৎজ়ারের নেতৃত্বেই গড়াবে আলোচনা।

চলতি বছরের শুরু থেকে দফায় দফায় বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা চলছে ভারত ও আমেরিকার। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে প্রস্তাবিত এই চুক্তির লক্ষ্য ছিল, ২০৩০ সালের মধ্যে ভারত-মার্কিন বাণিজ্য বর্তমানে ১৯১ বিলিয়ন মার্কিন ডলার থেকে ৫০০ বিলিয়ন মার্কিন ডলারে নিয়ে যাওয়া। গত ২৩ অক্টোবর ভার্চুয়াল মাধ্যমেও আলোচনা হয়েছে দুই দেশের। গত ৫ নভেম্বর ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়ে দেন, ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা ভাল ভাবেই এগোচ্ছে। যদিও বেশ কয়েকটি ‘সংবেদনশীল ও গুরুতর বিষয়’ নিয়ে আলোচনা এখনও বাকি রয়েছে বলে জানিয়েছিলেন তিনি।

Advertisement

দিন কয়েক আগেই ভারতের কেন্দ্রীয় বাণিজ্যসচিব রাজেশ আগরওয়াল জানান, চুক্তির প্রথম ধাপ খুব শীঘ্রই চূড়ান্ত হতে চলেছে। প্রথম ধাপে মূলত দুই বিষয় কেন্দ্রিক। আলোচনা হওয়ার কথা ভারতের উপর চাপানো আমেরিকার ৫০ শতাংশ শুল্ক কমানো। এ ছাড়াও, আমেরিকার পণ্যের জন্য ভারতের বাজার আরও খুলে দিতে ট্রাম্পের দাবি। আশা করা হচ্ছে, আসন্ন বৈঠকেই মিলতে পারে রফাসূত্র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement