Indian Army

শত্রুদমনে ‘ভৈরব’ বাহিনী তৈরি করছে ভারতীয় সেনা! থাকবে অত্যাধুনিক সমরাস্ত্র, কী ভাবে কাজ করবে এই ব্যাটালিয়ন?

প্রাথমিক ভাবে পাঁচটি ব্যাটালিয়ন গঠন করলেও, ধাপে ধাপে ২৩টি ব্যাটালিয়ন তৈরির পরিকল্পনা রয়েছে সেনার। ভারতীয় সেনার বিভিন্ন পদাতিক বাহিনী থেকেই জওয়ানদের নিয়ে তৈরি করা হচ্ছে এই বিশেষ বাহিনী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২৫ ১৫:৩১
Share:

নতুন কমান্ডো বাহিনী তৈরি করছে ভারতীয় সেনা। —প্রতীকী চিত্র।

ভারতীয় সেনায় তৈরি হচ্ছে ‘ভৈরব’ বাহিনী। প্রাথমিক ভাবে ‘ভৈরব’ কমান্ডোদের নিয়ে পাঁচটি ব্যাটালিয়ন তৈরির পরিকল্পনা রয়েছে সেনার। সেই মতো নয়া কমান্ডো বাহিনী গঠনও শুরু হয়ে গিয়েছে। সেনা সূত্রে খবর, আগামী ৩১ অক্টোবরের মধ্যে ‘ভৈরব’ কমান্ডোদের পাঁচটি ব্যাটালিয়ন প্রস্তুত করে ফেলার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। প্রতিটি ব্যাটালিয়নে থাকবেন ২৫০ জন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত জওয়ান।

Advertisement

মূলত পাকিস্তান এবং চিনের সঙ্গে ভারতের সীমান্তকে আরও নিশ্ছিদ্র করতে এই নতুন কমান্ডো ব্যাটালিয়নগুলি তৈরি করছে ভারতীয় সেনা। ‘অপারেশন সিঁদুর’ এবং ভারত-পাক সাম্প্রতিক সংঘর্ষ পরবর্তী পরিস্থিতিতে ‘ভৈরব’ বাহিনীর গঠন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সীমান্তবর্তী এলাকায় শত্রুপক্ষ কোনও হামলা করলে, দ্রুত জবাব দেওয়ার জন্য তৈরি থাকবে সেনার এই নতুন ব্যাটালিয়ন।

ঘটনাচক্রে সম্প্রতি ভারতীয় সেনা সর্বাধিনায়ক অনিল চৌহান বলেছেন, “ভারত সবসময় শান্তির পক্ষে। আমরা শান্তিপ্রিয় দেশ, কিন্তু আমাদের শান্তিবাদী ভেবে ভুল করবেন না।” সেনা সর্বাধিনায়ক আরও জানিয়েছিলেন, শক্তি ছাড়া শুধুমাত্র শান্তি একটি কাল্পনিক ধারণা বলে তিনি মনে করেন। এ প্রসঙ্গে একটি ল্যাটিন উক্তিও ইংরেজিতে অনুবাদ করে তিনি বলেন, “শান্তি চাইলে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে।”

Advertisement

এ অবস্থায় দেশের সীমান্তকে আরও নিরাপদ রাখতে নতুন কমান্ডো বাহিনী তৈরি করছে সেনা। মূলত দেশের পদাতিক বাহিনী এবং প্যারা স্পেশাল ফোর্সের মধ্যে সমন্বয় তৈরি করতেই ‘ভৈরব’ বাহিনীকে প্রস্তুত করা হচ্ছে। বর্তমানে ভারতীয় সেনার যে বিভিন্ন বাহিনী রয়েছে, সেখান থেকেই জওয়ানদের নিয়ে এই ‘ভৈরব’ কমান্ডো বাহিনী গঠন করা হচ্ছে। প্রাথমিক ভাবে পাঁচটি ব্যাটালিয়ন গঠন করলেও, ধাপে ধাপে ২৩টি ব্যাটালিয়ন তৈরির পরিকল্পনা রয়েছে সেনার। ভারতীয় সেনার একটি সূত্র ‘টাইম্‌স অফ ইন্ডিয়া’কে জানিয়েছে, “আগামী ৩১ অক্টোবরের মধ্যে পাঁচটি ইউনিট তৈরি করার পরিকল্পনা রয়েছে। তবে এতে আরও কিছুটা সময় লেগে যেতে পারে।”

সেনা সূত্রে খবর, ‘ভৈরব’ কমান্ডোদের প্রথম পাঁচটি ব্যাটালিয়নের মধ্যে তিনটিই থাকছে উধমপুরে ভারতীয় সেনার নর্দার্ন কমান্ডের অধীনে। এই তিনটির মধ্যে একটি বাহিনী থাকবে কাশ্মীরে শ্রীনগরের ১৫ নম্বর কর্পস-এর জন্য, একটি থাকবে জম্মুর নাগরোতায় ১৬ নম্বর কর্পস-এর জন্য এবং অন্যটি থাকবে লেহতে মোতায়েন ১৪ নম্বর কর্পস-এর জন্য। এ ছাড়া ‘ভৈরব’-এর বাকি দু’টি বাহিনীর মধ্যে একটি থাকবে দেশের পশ্চিমাঞ্চলের মরু এলাকার জন্য এবং অন্যটি থাকবে পূর্বাঞ্চলের পাহাড়ি এলাকার জন্য।

ভারতীয় সেনায় বর্তমানে জওয়ান এবং আধিকারিক মিলিয়ে প্রায় সাড়ে ১১ লক্ষ কর্মী রয়েছেন। এর মধ্যে বিভিন্ন রেজিমেন্টের বিভিন্ন পদাতিক বাহিনীও রয়েছে। সেগুলি থেকেও জওয়ানদের নিয়ে এই কমান্ডো বাহিনী গঠিত হচ্ছে। সেনা সূত্রে খবর, এই কমান্ডো বাহিনীর সঙ্গে অত্যাধুনিক সমরাস্ত্রের পাশাপাশি থাকবে উন্নত প্রযুক্তি এবং ড্রোনের সহায়তা। যে কোনও গুরুত্বপূর্ণ কৌশলগত অভিযানের জন্য তৈরি থাকবে এই বাহিনী। ভারতীয় সেনায় বর্তমানে ১০টি প্যারা স্পেশাল ফোর্স এবং পাঁচটি প্যারা (আকাশ থেকে অভিযানে সিদ্ধহস্ত) ব্যাটালিয়ন রয়েছে। এ বার ‘ভৈরব’ কমান্ডো বাহিনী ভারতীয় সেনার শক্তি আরও বৃদ্ধি করবে বলে মত বিশেষজ্ঞদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement