Fraud mail

‘আপনি খুন হবেন’! জেলে বসে এলাহাবাদ হাই কোর্টের বিচারপতিকে মেল হাজার কোটির প্রতারণায় অভিযুক্তের

অনলাইনে প্রতারণা করে প্রায় সাত লক্ষ মানুষের থেকে ৩,৪০০ কোটি টাকা আদায় করেছিলেন অনুভব। প্রতারণার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়। এখন লখনউ জেলে রয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৫ ১৮:৩৯
Share:

— প্রতীকী চিত্র।

সাইবার প্রতারণার অভিযোগে জেল খাটছেন। জেলেও বসে নেই অনুভব মিত্তল নামে ওই যুবক! এক কনস্টেবলের ফোন নিয়ে এলাহাবাদ হাই কোর্টের বিচারপতিকে হুমকি দিয়ে মেল করেন বন্দি। এই ঘটনায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ।

Advertisement

প্রশাসনের এক আধিকারিক জানান, অনলাইনে প্রতারণা করে প্রায় সাত লক্ষ মানুষের থেকে ৩,৪০০ কোটি টাকা আদায় করেছিলেন অনুভব। প্রতারণার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়। এখন লখনউ জেলে রয়েছেন তিনি। অভিযোগ, সেখানে বসেই এক কনস্টেবলের ফোন নিয়ে ভুয়ো নামে এলাহাবাদ হাই কোর্টের বিচারপতিকে মেল করেন। তাতে অন্য এক বন্দির নামে দোষ চাপান।

সেখানেই থেমে থাকেননি অনুভব। ওই বিচারপতিকে মেলে লেখেন, ‘‘আপনাকে খুন করা হবে।’’ তদন্তে নেমে পুলিশের অপরাধ দমন শাখা জানতে পারে, কনস্টেবল অজয় কুমারের মোবাইল থেকে ইমেল পাঠানো হয়েছিল। কুমার এবং অনুভব, দু’জনের বিরুদ্ধেই মামলা রুজু হয়। কুমার আদালতে দাবি করেছেন, নিজের মামলার অবস্থা দেখার জন্য ৪ নভেম্বর তাঁর থেকে মোবাইল চেয়েছিলেন অনুভব। সে সময়ে নিজের ভুয়ো ইমেল আইডি তৈরি করেন তিনি। সেই আইডি থেকে বিচারপতিকে মেল করেন, যা পরের দিন পাঠানোর জন্য শিডিউল করে রেখেছিলেন। প্রতারণার ঘটনায় সহবন্দি আনন্দেশ্বর অগ্নিহোত্রীকে দায়ী করে মেলটি লেখেন। শেষ পর্যন্ত ধরা পড়ে যান অনুভব।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement