CPI Maoist

মাওবাদী দমনে ঝাড়খণ্ডে কেন্দ্রীয় বাহিনীর বকেয়া ১৩৩০০ কোটি! শাহকে মকুবের আর্জি হেমন্তের

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে পাঠানো চিঠিতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘যদি ঝাড়খণ্ড সরকারকে এত বিপুল অঙ্কের অর্থ দিতে বাধ্য করা হয়, তা হলে ঝাড়খণ্ডের উন্নয়ন প্রকল্পগুলিতে তার বিরূপ প্রভাব পড়বে।’’

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৫ ১১:১১
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আগামী বছরের ৩১ মার্চের মধ্যে দেশকে ‘মাওবাদী মুক্ত’ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তাই নিষিদ্ধ সিপিআই (মাওবাদী) জঙ্গিদের বিরুদ্ধে কেন্দ্রীয় বাহিনীর অভিযানের খরচও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রকের দেওয়া উচিত বলে মনে করেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।

Advertisement

ঝাড়খণ্ডের মাওবাদী উপদ্রুত এলাকাগুলিতে মোতায়েন সিআরপিএফ বাহিনীর জন্য সে রাজ্যের সরকারের কাছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বকেয়া পড়েছে প্রায় ১৩৩০০ কোটি টাকা! শাহের কাছে চিঠি লিখে হেমন্ত সেই বিপুল অঙ্কের অর্থ মকুব করার আবেদন জানিয়েছেন বলে সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রকাশিত খবরে বলা হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে পাঠানো চিঠিতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘যদি ঝাড়খণ্ড সরকারকে এত বিপুল অঙ্কের অর্থ দিতে বাধ্য করা হয়, তা হলে ঝাড়খণ্ডের উন্নয়ন প্রকল্পগুলিতে তার বিরূপ প্রভাব পড়বে।’’ শাহকে শুক্রবার লেখা চিঠিতে হেমন্ত মনে করিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে উগ্রপন্থা নির্মূল করা রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যৌথ দায়িত্ব। জানিয়েছেন, মাওবাদী হামলায় এ পর্যন্ত ঝাড়খণ্ড পুলিশের ৪০০-র বেশি কর্মী নিহত হয়েছেন। গত বছর থেকে ছত্তীসগঢ়, তেলঙ্গানা, বিহার, ওড়িশার পাশাপাশি ঝাড়খণ্ডেও মাওবাদী দমনে তৎপরতা বাড়িয়েছে যৌথবাহিনী। চলছে ধারাবাহিক সংঘর্ষ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement