Manipur

হাতে একে ৪৭! ফুটবল খেলতে ব্যস্ত, রাষ্ট্রপতি শাসন জারির আগেই মণিপুরে ধৃত পাঁচ যুবক

পুলিশ জানিয়েছে, রাজ্যের কাংপোপকি জেলা থেকে ওই পাঁচ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। যদিও এই ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে, তবে পুলিশ বলছে, আরও কয়েক জনকে অস্ত্র-সহ দেখা গিয়েছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪১
Share:

একে ৪৭ হাতে ফুটবল খেলা চলছে মণিপুরে। সমাজমাধ্যমে এই ছবি ছড়াতেই গ্রেফতার বেশ কয়েক জন। ছবি: সংগৃহীত।

কারও হাতে একে ৪৭, কারও হাতে আবার আমেরিকার এম সিরিজ়ের অ্যাসল্ট রাইফেল। স্বয়ংক্রিয় এই বন্দুক হাতেই মণিপুরের ফুটবল মাঠ দাপিয়ে বেড়াতে দেখা গেল পাঁচ যুবককে। পরনে সবুজ রঙের জার্সি, কালো শর্টস। সমাজমাধ্যমে এ রকমই বেশ কয়েকটি ভিডিয়ো ছড়িয়ে পড়তেই তৎপর হয় মণিপুর পুলিশ। সেই সব ভিডিয়োর সূত্র ধরে বুধবার পাঁচ যুবককে গ্রেফতার করে তারা। ঘটনাচক্রে, তার পর দিনই অর্থাৎ বৃহস্পতিবারই রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে মণিপুরে

Advertisement

পুলিশ জানিয়েছে, রাজ্যের কাংপোপকি জেলা থেকে ওই পাঁচ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। যদিও এই ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে, তবে পুলিশ বলছে, আরও বেশ কয়েক জনকে অস্ত্রসহ দেখা গিয়েছিল। তাঁদেরই খোঁজে তল্লাশি চলছে। এক বিবৃতি জারি করে মণিপুর পুলিশ জানিয়েছে, সমাজমাধ্যমে শেয়ার হওয়া ভিডিয়োর সূত্র ধরে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে আরও ১০-১৫ জন দুষ্কৃতীকে ফুটবল মাঠে অস্ত্র-সহ দেখা গিয়েছিল। তাদের খোঁজ চালানো হচ্ছে। রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার আগে মেইতেই সম্প্রদায়ের বেশ কয়েক জন দুষ্কৃতীকে তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। তবে অস্ত্র-সহ ধৃতেরা কারা, তাদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

প্রায় দু’বছর ধরে হিংসাকবলিত মণিপুরে বৃহস্পতিবার জারি হয়েছে রাষ্ট্রপতি শাসন। গত ৯ ফেব্রুয়ারি মণিপুরের মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দেন এন বীরেন সিংহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর ইম্ফলে ফিরেই মুখ্যমন্ত্রিত্ব ছাড়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তিনি। গত রবিবার ইম্ফলে মণিপুরের রাজ্যপাল অজয়কুমার ভল্লার সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দেন বীরেন। তাঁর ইস্তফার পর মণিপুরে সরকার পরিচালনার জন্য নতুন কোনও মুখকে মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নিতে পারেনি বিজেপি। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রক থেকে একটি সরকারি বিজ্ঞপ্তিতে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারির কথা জানানো হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement