La. Ganesan

নাগাল্যান্ডের রাজ্যপাল লা গণেশন প্রয়াত, ধনখড়ের ইস্তফার পরে ছিলেন পশ্চিমবঙ্গের অস্থায়ী দায়িত্বে

৮০ বছরের গণেশন আদতে তামিলনাড়ুর বাসিন্দা। গত ৮ আগস্ট চেন্নাইয়ে নিজের বাড়িতে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন তিনি। সেই থেকে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন ছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২৫ ২১:৩৮
Share:

লা গণেশন। —ফাইল চিত্র।

প্রয়াত হলেন নাগাল্যান্ডের রাজ্যপাল লা গণেশন। কোহিমার রাজভবনের তরফে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন গণেশন। শুক্রবার সেখানেই তাঁর মৃত্যু হয়।

Advertisement

৮০ বছরের গণেশন আদতে তামিলনাড়ুর বাসিন্দা। গত ৮ অগস্ট চেন্নাইয়ে নিজের বাড়িতে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন তিনি। সেই থেকে হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন ছিলেন। ছাত্রাবস্থাতেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘে যোগ দিয়েছিলেন গণেশন। পরবর্তী কালে শামিল হয়েছিলেন বিজেপিতে। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে নাগাল্যান্ডের রাজ্যপালের দায়িত্ব গ্রহণের আগে দু’বছর ছিলেন মণিপুরের রাজ্যপাল পদে।

একদা তামিলনাড়ু বিজেপির সাধারণ সম্পাদক এবং সভাপতির দায়িত্বে ছিলেন গণেশন। অরুণ জেটলির প্রয়াণের পরে ২০১৬ সালে মধ্যপ্রদেশ থেকে উপনির্বাচনে জিতে দু’বছরের জন্য হয়েছিলেন রাজ্যসভার সাংসদও। ২০২১ সালে অগস্টে তাঁকে মণিপুরের রাজ্যপাল করা হয়েছিল। ২০২২ সালের জুলাই মাসে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জগদীপ ধনখড়কে উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী করায় বাংলার রাজ্যপালের পদ থেকে ইস্তফা দেন তিনি। সে সময় মণিপুরের রাজ্যপাল গণেশনকে বাংলার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement