Radhika Yadav Murder

নিজের টেনিস অ্যাকাডেমিই ছিল না রাধিকার! হরিয়ানার খেলোয়াড় খুনে নয়া তথ্য পেল পুলিশ, তদন্তে আর কী জানা গেল

পুলিশ ইনস্পেক্টর বিনোদ কুমার বলেন, ‘‘২০২৩ সালে ওই ভিডিয়ো আপলোড করা হয়েছিল। খুনের সঙ্গে কোনও সম্পর্ক নেই। দীপক দাবি করেছেন, প্রশিক্ষণ দিয়ে রাধিকা টাকা উপার্জন করুক, এটা তিনি মানতে পারছিলেন না।’’

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ জুলাই ২০২৫ ১৪:৩০
Share:

রাধিকা যাদব। ফাইল চিত্র।

হরিয়ানার টেনিস খেলোয়াড় রাধিকা যাদবের খুনের তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছিল, রাধিকার নিজস্ব টেনিস অ্যাকাডেমি রয়েছে। আর সেই অ্যাকাডেমি নিয়েই বাবা এবং মেয়ের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছিল। কিন্তু তদন্তে নেমে গুরুগ্রাম পুলিশ জানতে পেরেছে, রাধিকার নিজস্ব কোনও অ্যাকাডেমি ছিল না। ছোট ছোট ছেলেমেয়েদের প্রশিক্ষণ দেওয়ার জন্য এক এক জায়গায় টেনিস কোর্ট ভাড়া নিতেন। আর তাতেই আপত্তি ছিল রাধিকার বাবা দীপকের।

Advertisement

তদন্তকারী এক আধিকারিক শনিবার বলেন, ‘‘রাধিকার নিজস্ব কোনও অ্যাকাডেমি নেই। টেনিস কোর্ট ভাড়া নিয়ে প্রশিক্ষণ দিতেন। দীপক তাঁকে অনেক বার এই প্রশিক্ষণের বিষয়ে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু রাধিকা বাবার সেই আপত্তি কানে তোলেননি। আর এখান থেকেই বাবা-মেয়ের সম্পর্কের টানাপড়েনের সূত্রপাত।’’

তবে রাধিকার পুরনো যে মিউজ়িক ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, তাঁর খুনের সঙ্গে এই ভিডিয়োর কোনও সম্পর্ক নেই। এমনকি দীপক এই ভিডিয়ো নিয়ে কোনও আপত্তি জানাননি। পুলিশ ইনস্পেক্টর বিনোদ কুমার বলেন, ‘‘২০২৩ সালে ওই ভিডিয়ো আপলোড করা হয়েছিল। খুনের সঙ্গে কোনও সম্পর্ক নেই। দীপক বার বার দাবি করেছেন, প্রশিক্ষণ দিয়ে রাধিকা টাকা উপার্জন করুক, এটা তিনি মেনে নিতে পারছিলেন না।’’ দীপকের সব ক’টি দাবি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ইনস্পেক্টর। দীপক এটাও দাবি করেছেন, গত ১৫ দিন ধরে তিনি দোটানার মধ্যে ছিলেন। এমনকি একটা সময় আত্মহত্যার কথাও ভেবেছিলেন। কিন্তু শেষমেশ তা হয়ে ওঠেনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement