Rahul Gandhi

ভোটমুখী বিহারে কাদাপুকুরে ঝাঁপ দিলেন রাহুল, জেলেদের সঙ্গে কথা বললেন, ধরলেন মাছও!

রবিবার বেগুসরাইয়ে রাহুলের জনসভা ছিল। তাঁর সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা কানাহাইয়া কুমার ও মহাজোটের উপমুখ্যমন্ত্রী পদপ্রার্থী মুকেশ সাহানি। সেখানে জেলেদের সঙ্গে কথা বলার জন্য নৌকায় চড়েন রাহুল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৫ ২২:৪০
Share:

বেগুসরাইয়ে জলে নেমে জেলেদের সঙ্গে মাছ ধরলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ছবি: পিটিআই।

ভোটমুখী বিহারে প্রচারে গিয়ে কাদাপুকুরে ঝাঁপ দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। জলে নেমে জেলেদের সঙ্গে কথা বললেন। ধরলেন মাছও।

Advertisement

রবিবার বেগুসরাইয়ে রাহুলের জনসভা ছিল। তাঁর সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা কানাহাইয়া কুমার ও মহাজোটের উপমুখ্যমন্ত্রী পদপ্রার্থী মুকেশ সাহানি। সেখানে জেলেদের সঙ্গে কথা বলার জন্য নৌকায় চড়েন রাহুল। হঠাৎই পুকুরের মাঝখানে পৌঁছোতেই তিনি জলে ঝাঁপ দেন। তার পর একটু একটু করে এগিয়ে যান জেলেদের দিকে। পরে তাঁদের সঙ্গে জাল টেনে মাছও ধরলেন কংগ্রেস সাংসদ। মুকেশ বলেন, ‘‘রাহুল গান্ধীর এই পদক্ষেপকে কেবল ভোটপ্রচার বললে ভুল হবে। উনি বিহারের মাটির সঙ্গে সংযোগ স্থাপন করেছেন।’’

জেলেদের সঙ্গে রাহুলের মাছ ধরার ভিডিয়োটি নিজেদের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে কংগ্রেস। ভিডিয়োর বিবরণীতে লেখা হয়েছে, ‘‘এটা সত্যিকারের পুকুর!’’

Advertisement

অনেকের মত, এই মন্তব্যে আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই কটাক্ষ করা হয়েছে। ছটপুজো উপলক্ষে যমুনায় স্নান করার কথা ছিল প্রধানমন্ত্রী মোদীর। কিন্তু শেষ মুহূর্তে সেই কর্মসূচি বাতিল হয়ে যায়। তার কারণ, মোদীর ডুব দেওয়ার জন্য ‘নকল যমুনা’ তৈরি করা হয়েছিল। দিল্লির ‘মজনু কি টিলা’র কাছে বাসুদেব ঘাটে যমুনা নদীর চড়ায় নদীপ্রবাহের সমান্তরালে পুকুর খুঁড়ে ফেলেছিল দিল্লি সরকার। সেই স্বচ্ছ জলেই ডুব দেওয়ার কথা ছিল মোদীর। সে কথা প্রকাশ্যে চলে আসার কারণেই কর্মসূচি বাতিল হয় শেষ মুহূর্তে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement