CCTV Camera

পরীক্ষামূলক ব্যবহার সফল, এ বার যাত্রীসুরক্ষায় ট্রেনের সব কামরাতেই সিসি ক্যামেরা লাগাতে চলেছে রেল মন্ত্রক

শনিবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং‌ রেল প্রতিমন্ত্রী রভনীত সিংহ বিট্টু রেলের কামরা এবং লোকোমোটিভে সিসি ক্যামেরা লাগানোর কাজ খতিয়ে দেখেন। তাঁদের সঙ্গে ছিলেন রেল বোর্ডের কর্তারাও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৫ ১১:০২
Share:

যাত্রীসুরক্ষায় ট্রেনের সব কামরাতেই সিসি ক্যামেরা লাগাতে চলেছে রেল। —প্রতীকী চিত্র।

যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে এবং যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনার ক্ষেত্রে দুষ্কৃতীদের ধরতে ট্রেনের সব কামরাতেই সিসি ক্যামেরা লাগাতে চলেছে রেল। রবিবার রেল মন্ত্রকের তরফে একটি বিবৃতি দিয়ে এমনটাই জানানো হয়েছে। উত্তর রেলের আওতায় থাকা লোকো ইঞ্জিন এবং কামরায় পরীক্ষামূলক ভাবে সিসি ক্যামেরা লাগানোর প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়েছে বলে রেল সূত্রে খবর। নজরদার ক্যামেরার পরীক্ষামূলক ব্যবহারে ইতিবাচক সাড়া মিলতেই এ বার রেলের সব জ়োনের কোচ এবং লোকো ইঞ্জিনে সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে অশ্বিনী বৈষ্ণবের মন্ত্রক।

Advertisement

রেলের বিবৃতিতে বলা হয়েছে, “এই পদক্ষেপের ফলে যাত্রীসুরক্ষার বিষয়টি উল্লেখযোগ্য ভাবে উন্নত হবে। যাত্রীদের সারল্যের সুযোগ নেয় দুষ্কৃতীরা। ক্যামেরার সাহায্যে এই ধরনের ঘটনা উল্লেখযোগ্য হারে কমানো যাবে।” তবে রেলের তরফে জানানো হয়েছে, যাত্রীদের ব্যক্তিগত পরিসর সুরক্ষিত রাখতে কেবল কামরায় ঢোকার মুখেই সিসি ক্যামেরা লাগানো হবে।

শনিবার রেলমন্ত্রী বৈষ্ণব এবং‌ রেল প্রতিমন্ত্রী রভনীত সিংহ বিট্টু রেলের কামরা এবং লোকোমোটিভে সিসি ক্যামেরা লাগানোর কাজ খতিয়ে দেখেন। তাঁদের সঙ্গে ছিলেন রেল বোর্ডের কর্তারাও। রেল সূত্রে খবর, খুব শীঘ্রই ১৫ হাজার লোকোমোটিভ এবং ৭৪ হাজার কোচে সিসি ক্যামেরা লাগানো হবে। প্রতিটি কোচে ৪টে সিসি ক্যামেরা লাগানো হবে। লোকোমোটিভে থাকবে ছ’টি নজরদার কামরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement