— প্রতিনিধিত্বমূলক চিত্র।
মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন এক ইঞ্জিনিয়ার। নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠে গেল গাড়ি। চাকার নীচে পিষে গিয়ে মৃত্যু হল পাঁচ পথচারীর। শুক্রবার রাতে উত্তরপ্রদেশের আগরায় ঘটনাটি ঘটেছে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও দু’জন।
সংবাদ সংস্থা পিটিআই-এর প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, নিউ আগরা থানা এলাকায় নাগলা বুধির কাছে দুর্ঘটনাটি ঘটে। গাড়িটি চালাচ্ছিলেন আগরার বাসিন্দা অংশু গুপ্ত। বছর চল্লিশের অংশু নয়ডার একটি বেসরকারি সংস্থায় ইঞ্জিনিয়ার। দীপাবলির ছুটি কাটাতে বাড়ি এসেছিলেন তিনি। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় অংশু মত্ত অবস্থায় ছিলেন। এক প্রত্যক্ষদর্শীর কথায়, গাড়িটি বেপরোয়া গতিতে ছুটছিল। এক পর্যায়ে রাস্তার ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে ফুটপাথে উঠে যায় গাড়িটি। সে সময় ফুটপাথে বেশ কয়েক জন দাঁড়িয়েছিলেন। তাঁদের মধ্যে পাঁচ জনকে পিষে দেয় গাড়িটি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতদের নাম বাবলি (৩৩), ভানু প্রতাপ (২৫), কমল (২৩), কৃশ (২০) এবং বনতেশ (২১)। শনিবার সহকারী পুলিশ কমিশনার (এসিপি) শেষমণি উপাধ্যায় জানিয়েছেন, শুক্রবার রাতে গুরুতর আহত অবস্থায় তাঁদের সরোজিনী নাইডু মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে পাঁচ জনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘটনায় আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন। তাঁরা এখনও চিকিৎসাধীন। ইতিমধ্যে অভিযুক্ত ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে ঘাতক গাড়িটিও।