Gujarat Ropeway

গুজরাতে রোপওয়ে ছিঁড়ে বিপত্তি! মৃত অন্তত ৬, উদ্ধারকাজে নামল পুলিশ এবং দমকলবাহিনী

শনিবার দুপুর সাড়ে ৩টে নাগাদ পাঁচমহলের মাঞ্চি এলাকা থেকে নির্মাণকাজের পণ্য নিয়ে আসার সময়ে দুর্ঘটনাটি ঘটে। মাঝপথে রোপওয়ের একটি ট্রলি ভেঙে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছ’জনের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১৮
Share:

গুজরাতের পাঁচমহল জেলার পাভাগড়ে শনিবার দুপুরে ছিঁড়ে পড়ে পণ্যবাহী রোপওয়ে। ছবি: সংগৃহীত।

গুজরাতে রোপওয়ে ছিঁড়ে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে গুজরাতের পাঁচমহল জেলার পাভাগড়ে। সেখানে মন্দির এলাকায় নির্মাণকাজের জন্য একটি রোপওয়েতে করে পণ্য নিয়ে যাওয়া হচ্ছিল। শনিবার দুপুরে সেই রোপওয়ে ছিঁড়ে ছ’জনের মৃত্যু হয়।

Advertisement

গুজরাতের পাভাগড় পাহাড়ের উপরে একটি মন্দির রয়েছে। ওই মন্দিরে যাতায়াতের জন্য সিঁড়ি রয়েছে। প্রায় দু’হাজার পেরিয়ে মন্দিরে পৌঁছাতে হয়। এ ছাড়া মন্দিরে যাওয়াতের জন্য রোপওয়েও রয়েছে। তবে আবহাওয়া খারাপ থাকার জন্য সাধারণ মানুষের ব্যবহারের জন্য ওই রোপওয়েটি শনিবার সকাল থেকে বন্ধ রয়েছে। এরই মধ্যে নির্মীয় কাজের জন্য পণ্যবাহী একটি রোপওয়ে ছিঁড়ে পড়ে।

প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, শনিবার দুপুর সাড়ে ৩টে নাগাদ পাঁচমহলের মাঞ্চি এলাকা থেকে নির্মাণকাজের পণ্য নিয়ে আসার সময়ে দুর্ঘটনাটি ঘটে। মাঝপথে রোপওয়ের একটি ট্রলি ভেঙে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছ’জনের। মৃতদের মধ্যে দু’জন শ্রমিক এবং দু’জন লিফ্‌টম্যান রয়েছেন।

Advertisement

দুর্ঘটনার খবর পেয়ে ইতিমধ্যে স্থানীয় থানার পুলিশ এবং দমকলবাহিনী ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। তাঁরা ইতিমধ্যে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধারকাজ শুরু করেছেন। পাঁচমহলের জেলাশাসকও পৌঁছে গিয়েছেন ঘটনাস্থলে। পাঁচমহলের ডেপুটি পুলিশ সুপার হর্ষ দুধাত জানান, পাভাগড়ের রোপওয়ের জন্য নির্মাণ সামগ্রী আনার সময়েই দুর্ঘটনা ঘটেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement