Bus Accident in Telangana

উল্টে গেল যাত্রীবোঝাই বাস, ভাঙল রাস্তার পাশের রেলিং! অন্ধ্রের দুর্ঘটনার পর এ বার তেলঙ্গানা

শনিবার হায়দরাবাদ থেকে অন্ধ্রের গুন্টুরে যাচ্ছিল ওই যাত্রীবোঝাই বাসটি। মাঝপথে আচমকা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। রাস্তার ডান দিকে হেলে পড়ে যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ ১৯:৫০
Share:

তেলঙ্গানায় উল্টে যাওয়া যাত্রীবোঝাই বাস। ছবি: সংগৃহীত।

অন্ধ্রপ্রদেশের কুর্নুলের দুর্ঘটনার রেশ কাটতে না কাটতে তেলঙ্গানায় উল্টে গেল যাত্রিবাহী বাস। ওই বাসে থাকা ২০ জন যাত্রীই গুরুতর আহত হন। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। সকলকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে তাঁদের।

Advertisement

জানা গিয়েছে, শনিবার হায়দরাবাদ থেকে অন্ধ্রের গুন্টুরে যাচ্ছিল ওই যাত্রীবোঝাই বাসটি। তেলঙ্গানার রঙ্গা রেড্ডি জেলার পেড্ডা আম্বারপেট পুরসভার কাছে আচমকা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। রাস্তার ডান দিকে হেলে পড়ে যায়। বাসের ধাক্কায় ভেঙে যায় রাস্তার পাশের রেলিং। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ এবং উদ্ধারকারী দল। বাসের জানলা ভেঙে যাত্রীদের একে একে বার করে আনেন উদ্ধারকারী দলের সদস্যেরা।

শুক্রবার ভোরে অন্ধ্রপ্রদেশের কুর্নুলে যাত্রীবোঝাই বাসটির একটি বাইকের সঙ্গে ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গে বাসে আগুন ধরে যায়। আগুন লাগার ফলে বাতানুকূল ওই বাসে শর্ট সার্কিট হয়। তার ফলেই বাসের স্বয়ংক্রিয় দরজা খোলেনি। দরজা না-খোলায় অনেক যাত্রীই আটকে পড়েন। কেউ কেউ জানলা ভেঙে প্রাণ বাঁচাতে বাইরে ঝাঁপ দেন। এই অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর মিলেছে। সেই ঘটনার এক দিন পরে তেলঙ্গানায় দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবোঝাই বাস।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement