Madhya Pradesh University

জন্ডিসে আক্রান্ত হচ্ছেন পড়ুয়ারা! বিক্ষোভ ভোপালের বিশ্ববিদ্যালয়ে, বহু গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর আচার্যের বাংলোও

মঙ্গলবার রাতে ভোপালের ভিআইটি বিশ্ববিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে। ইনদওর-ভোপাল হাইওয়ের উপর বিক্ষোভ দেখিয়েছেন ওই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। রাত বাড়তেই একাধিক গা়ড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৫ ১৪:১১
Share:

বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ পড়ুয়াদের। ছবি: সংগৃহীত।

জন্ডিসে আক্রান্ত হচ্ছেন একের পর এক পড়ুয়া। অথচ বার বার কর্তৃপক্ষের দরজায় কড়া নেড়েও লাভ হয়নি। ছাত্রদের অভিযোগে নাকি কোনও আমলই দেননি কর্তৃপক্ষ। তারই প্রতিবাদে এ বার ক্যাম্পাসে বিক্ষোভ দেখালেন মধ্যপ্রদেশের এক বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। ভাঙচুর করা হল আচার্যের বাংলোতেও।

Advertisement

মঙ্গলবার রাতে ভোপালের ভিআইটি বিশ্ববিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে। ইনদওর-ভোপাল হাইওয়ের উপর বিক্ষোভ দেখিয়েছেন ওই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। রাত বাড়তেই একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ক্যাম্পাসেও ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েক জন শিক্ষার্থী জন্ডিসে আক্রান্ত হয়ে পড়ছিলেন। একসঙ্গে প্রায় ২৪ জন অসুস্থ হয়ে পড়ার পরেই টনক নড়ে পড়ুয়াদের। তাঁদের কথায়, স্বাস্থ্যবিধি মেনে না চলা, হস্টেলের খাবারের মান খারাপ হওয়া— এ সবের জেরেই এমনটা ঘটছে। গত মাসেই নাকি জন্ডিসে আক্রান্ত হয়ে তিন জন পড়ুয়ার মৃত্যু হয়েছিল। অথচ বার বার কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি বলে দাবি।

Advertisement

প্রতিবাদে মঙ্গলবার মধ্যরাতে ক্যাম্পাসে জড়ো হন হাজার হাজার পড়ুয়া। স্লোগান দেওয়ার পাশাপাশি দু’টি গাড়ি, একটি বাস, একটি অ্যাম্বুল্যান্স এবং বেশ কয়েকটি মোটরবাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়। উত্তেজিত পড়ুয়াদের কেউ কেউ আচার্যের বাংলোর একাংশ ভাঙচুর করেন। পরে আরএসএসের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর কর্মীরা ক্যাম্পাসে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেহোর এবং আশপাশের এলাকা থেকে ছুটে আসে বিশাল পুলিশবাহিনী। যদিও এখনও পর্যন্ত ভিআইটি কর্তৃপক্ষের তরফে কোনও বিবৃতি জারি করা হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement