Air India Flight Cancelled

জ্বালানি ভরার জন্য নেমে আর উড়লই না বিমান! ফের বিপত্তি এয়ার ইন্ডিয়ায়, মাঝপথে বাতিল ওয়াশিংটনগামী উড়ান

দিল্লি থেকে ওয়াশিংটনের দিকে যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার বিমান। যাত্রাপথে পূর্বনির্ধারিত সূচি অনুসারে জ্বালানি ভরার জন্য ভিয়েনায় অবতরণ করে বিমানটি। তার পরে সেখান থেকেই বাতিল করা হয় এয়ার ইন্ডিয়ার এআই ১০৩ উড়ান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৫ ১১:২৮
Share:

এয়ার ইন্ডিয়ার বিমান। —ফাইল চিত্র।

এয়ার ইন্ডিয়ার বিমানে ফের বিপত্তি! দিল্লি থেকে ওয়াশিংটনগামী বিমান বাতিল হল মাঝপথে। বিমানটি জ্বালানি ভরার জন্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবতরণ করে। তার পরেই বাতিল করে দেওয়া বিমানের বাকি যাত্রাপথ।

Advertisement

মঙ্গলবার বেশি রাতের দিকে দিল্লি থেকে ওয়াশিংটনের উদ্দেশে রওনা দেয় এয়ার ইন্ডিয়ার এআই ১০৩ বিমানটি। দূরপাল্লার বিমানগুলিকে সাধারণত জ্বালানি ভরার জন্য যাত্রাপথের মাঝে কোথাও নামতে হয়। এ ক্ষেত্রেও পূর্বনির্ধারিত সূচি অনুসারে ভিয়েনার বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। সেখানে জ্বালানি ভরার সময়েই একটি ত্রুটি ধরা পড়ে। ফলে বিমানটিকে মাঝপথেই বাতিল করে দেওয়া হয়।

উড়ান সংস্থার এক মুখপাত্র জানান, ভিয়েনায় জ্বালানি ভরার জন্য বিমানটি নামার পরে উড়ানের সব যন্ত্রাংশ পরীক্ষা করা হচ্ছিল। সেই সময়েই একটি ত্রুটি ধরা পড়ে, যার জেরে বিমানটির বিভিন্ন যন্ত্রাংশ আরও পরীক্ষানিরীক্ষা করার প্রয়োজন হয়। সেই কারণে ভিয়েনা থেকে ওয়াশিংটন পর্যন্ত ওই বিমানের যাত্রাপথ বাতিল করে দেওয়া হয়েছে। এয়ার ইন্ডিয়ার ওই মুখপাত্র আরও জানান, বিমানটি বাতিল হওয়ার পরে সব যাত্রীদের সেটি থেকে নামিয়ে আনা হয়। যাঁদের বিনা ভিসায় অস্ট্রিয়ায় প্রবেশের সুবিধা রয়েছে বা যাঁদের কাছে শেনজ়েন ভিসা (ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির বিশেষ ভিসা) রয়েছে, তাঁদের বিমানবন্দরের বাইরে হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে। অস্ট্রিয়ার অভিবাসন এবং নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় রেখে বাকি যাত্রীদেরও জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে। দ্রুত যাত্রীদের জন্য বিকল্প বিমানের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানিয়েছে উড়ান সংস্থা।

Advertisement

সম্প্রতি অহমদাবাদ থেকে লন্ডন সংলগ্ন গ্যাটউইকগামী এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার কবলে পড়েছিল। বিমানবন্দর ছাড়ার কয়েক সেকেন্ডের মধ্যে বিমানটি ভেঙে পড়ে। ওই বিমানে ছিলেন ২৪২ জন। তাঁদের মধ্যে ২৪১ জনেরই মৃত্যু হয়। যেখানে বিমানটি ভেঙে পড়েছিল, সেখানেও অনেকের মৃত্যু হয়। ওই দুর্ঘটনার পর থেকে এয়ার ইন্ডিয়ার পরিষেবা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে যাত্রীদের মধ্যেও।

এর পরেও গত কয়েক দিনে এয়ার ইন্ডিয়ার একাধিক বিমানে বিঘ্ন ধরা পড়ে। মুম্বই থেকে চেন্নাইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানের কেবিন থেকে ‘পোড়া গন্ধ’ আসতে শুরু করেছিল। তার জেরে বিমানটিকে মাঝ-আকাশ থেকেই আবার ফিরিয়ে নিয়ে যাওয়া হয় মুম্বইয়ে।মুম্বই থেকে ব্যাঙ্ককগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানেও সম্প্রতি বিপত্তি দেখা দিয়েছিল। পরে উড়ান সংস্থা জানায়, ব্যাঙ্ককগামী বিমানটির বাঁ দিকের ডানার নীচে কিছু খড় আটকে ছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement