EPF

ইপিএফের টাকা তোলা এখন আরও সহজ, জমানো লগ্নি তোলা যাবে ১০০ শতাংশ পর্যন্ত

লগ্নি তোলার ক্ষেত্রে নিয়ম শিথিল করার পাশাপাশি সোমবার আরও বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রভিডেন্ট ফান্ড ও এই সংক্রান্ত পরিষেবার আধুনিকীকরণের জন্য ‘ইপিএফও ৩.০’- কার্যকর করার বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ ০০:৩৫
Share:

—প্রতীকী চিত্র।

ইপিএফে জমানো টাকার আংশিক তোলার নিয়ম আরও সহজ করল ইপিএফও (এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন)। এখন থেকে টাকা তোলা যাবে ১০০ শতাংশ পর্যন্ত। ইপিএফ গ্রাহকদের সুবিধার্থেই সোমবার এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন কর্তৃপক্ষ।

Advertisement

লগ্নি তোলার ক্ষেত্রে নিয়ম শিথিল করার পাশাপাশি সোমবার আরও বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রভিডেন্ট ফান্ড ও এই সংক্রান্ত পরিষেবার আধুনিকীকরণের জন্য ‘ইপিএফও ৩.০’- কার্যকর করার বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে। ডিজিট্যাল লাইফ সার্টিফিকেটের জন্য চালু করা হবে ‘ডোর স্টেপ’ পরিষেবা। ‘ঝঞ্ঝাট’ এড়াতে আনা হচ্ছে ‘বিশ্বাস প্রকল্প’।

কেন্দ্রীয় শ্রম, কর্মসংস্থান, যুব ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডবীয়ের সভাপতিত্বে ‘সেন্ট্রাল বোর্ড অব ট্রাস্ট’- এর ২৩৮তম সভায় ইপিএফ নিয়ে এই ‘উদারীকরণ’ নীতি নেওয়া হয়েছে।

Advertisement

এক নজরে সুবিধা:

১৩টি পুরনো নিয়মকে একত্র করে টাকা তোলার ‘চাহিদা’-র ক্ষেত্রে একটিই নিয়ম ধার্য করা হয়েছে। যার ফলে বিশেষ, আবাসন ও জরুরি পরিস্থিতিতে নয়া সুবিধা পাওয়া যাবে। জরুরি পরিস্থিতির তালিকায় থাকছে অসুস্থতা, শিক্ষা ও বিয়ে।

এত দিন শিক্ষা ও বিয়ের প্রয়োজনে তিন বার টাকা তোলা যেত। নয়া নিয়মে যথাক্রমে তা হয়েছে দশ ও পাঁচ বার।

আগে টাকা তোলার ক্ষেত্রে বিশেষ পরিস্থিতি কী, তা নির্দিষ্ট ভাবে উল্লেখ করতে হত। ফলে অনেক সময়েই আবেদন বাতিল হয়ে যেত। তা নিয়ে পাল্টা অভিযোগও থাকত। তবে এখন থেকে বিশেষ পরিস্থিতিতে টাকা তোলার ক্ষেত্রে কোনও নির্দিষ্ট কারণ দর্শাতে হবে না।

নয়ানীতি সংক্রান্ত বিবৃতি জানানো হয়েছে, সব সময় ইপিএফ অ্যাকাউন্টে ন্যূনতম ২৫ শতাংশ অর্থ রাখতে হবে। চাকরি করতে হবে অন্তত এক বছর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement