Hyderabad

প্রাক্তন প্রেমিককে গাছে বেঁধে পিটিয়ে মারলেন তরুণী, সঙ্গ দিলেন তাঁর স্বামীও! দু’জনেই গ্রেফতার

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম এন জনাইয়া। তিনি জমি-বাড়ির দালালি করতেন। নোমুলা গ্রামেই বাড়ি তাঁর। ওই গ্রামেরই বিবাহিত এক মহিলার সঙ্গে জনাইয়ার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জুন ২০২৫ ১৬:২০
Share:

প্রতীকী ছবি।

হায়দরাবাদে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল প্রাক্তন প্রেমিকা এবং তাঁর স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় স্বামী-স্ত্রী দু’জনকেই গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ঘটচনাটি ঘটেছে তেলঙ্গানার নলগোন্ডা জেলার নোমুলা গ্রামে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম এন জনাইয়া। তিনি জমি-বাড়ির দালালি করতেন। নোমুলা গ্রামেই বাড়ি তাঁর। ওই গ্রামেরই বিবাহিত এক মহিলার সঙ্গে জনাইয়ার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আট মাস আগে প্রেমিকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ দায়ের করেন মহিলা। সেই অভিযোগের ভিত্তিতে জনাইয়াকে গ্রেফতার করে পুলিশ। এক মাস জেল খাটার পর সম্প্রতি জামিনে বেরিয়ে এসেছিলেন।

জেল থেকে বার হওয়ার পর ওই মহিলার সঙ্গে আবার মেলামেশা শুরু করেন জনাইয়া। তাঁর মায়ের অভিযোগ, শুক্রবার রাতে তাঁর পুত্রকে ডেকে পাঠান মহিলা। ওই বাড়িতে জনাইয়া যেতেই তাঁর উপর একসঙ্গে হামলা চালান মহিলা এবং তাঁর স্বামী। অভিযোগ, জনাইয়ার চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেওয়া হয়। তার পর তাঁকে গাছে বেঁধে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। স্থানীয়েরাই জনাইয়ার মাকে খবর দেন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement