UP Woman Beats Mother-in-law

টেনেহিঁচড়ে সিঁড়ি দিয়ে নামাতে নামাতে বৃদ্ধা শাশুড়িকে মার উত্তরপ্রদেশে! দাঁড়িয়ে ভিডিয়ো করলেন মা

গাজ়িয়াবাদের ওই আবাসনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জানা গিয়েছে, মূলত দুই মহিলা মিলে বৃদ্ধাকে মারধর করেছেন। তাঁদের মধ্যে এক জন বৃদ্ধার পুত্রবধূ। অন্য জন তাঁর মা। ঘটনাটি ঘটেছে গত ১ জুলাই। এক মিনিট ২৮ সেকেন্ডের সিসিটিভি ফুটেজটি ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৫ ১৫:৪৬
Share:

বৃদ্ধা শাশুড়িকে মারধরের দৃশ্য। ছবি: সংগৃহীত।

ঘটনার সূত্রপাত হয়েছিল সামান্য কথা কাটাকাটি দিয়ে। তার জেরে বৃদ্ধা শাশুড়িকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল বধূর বিরুদ্ধে। সম্প্রতি উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদে ঘটনাটি ঘটেছে। ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Advertisement

গাজ়িয়াবাদের ওই আবাসনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জানা গিয়েছে, মূলত দুই মহিলা মিলে বৃদ্ধাকে মারধর করেছেন। তাঁদের মধ্যে এক জন বৃদ্ধার পুত্রবধূ। অন্য জন তাঁর মা। ঘটনাটি ঘটেছে গত ১ জুলাই। এক মিনিট ২৮ সেকেন্ডের সিসিটিভি ফুটেজটি ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। তাতে দেখা যাচ্ছে, প্রথমে এক বৃদ্ধা ও তাঁর পুত্রবধূর মধ্যে কথা কাটাকাটি চলছে। কিছু ক্ষণের মধ্যেই বচসা গড়াল হাতাহাতিতে। সিঁড়ির পাশে দাঁড়িয়ে রয়েছেন এক প্রৌঢ়া। তিনি গোটা ঘটনাটি ফোনে রেকর্ড করছেন। ভিডিয়োয় দেখা গিয়েছে, যুবতী চিৎকার করতে করতে তাঁর শাশুড়ির দিকে এগিয়ে যাচ্ছেন, তার পর মারতে মারতে টেনেহিঁচড়ে সিঁড়ি দিয়ে নামাচ্ছেন বৃদ্ধাকে। ভিডিয়োয় শাশুড়িকে একের পর এক কিল, চড়, লাথিও মারতে দেখা গিয়েছে যুবতীকে।

জানা গিয়েছে, ওই যুবতীর নাম আকাঙ্ক্ষা। তিনি পেশায় একজন সফটঅয়্যার ইঞ্জিনিয়ার। আড়াই বছর আগে গাজ়িয়াবাদে অন্তরীক্ষ নামে এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। অন্তরীক্ষ নিজেও একজন সফটঅয়্যার ইঞ্জিনিয়ার। কর্মসূত্রে বাইরে থাকেন তিনি। কিন্তু আকাঙ্ক্ষা বাড়ি থেকেই কাজ করেন। অন্য দিকে, ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই গাজ়িয়াবাদের কবিনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় তদন্তও শুরু করেছে পুলিশ। তদন্তের স্বার্থে ওই আবাসনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement