বন্দে ভারত এক্সপ্রেস। — ফাইল চিত্র।
ভারী বৃষ্টিতে ডুবে গিয়েছে রেললাইন। যার জেরে সাত ঘণ্টা ধরে দাঁড়িয়ে থাকল বন্দে ভারত এক্সপ্রেস। চরম ভোগান্তিতে পড়লেন যাত্রীরা। রবিবার ওড়িশার কেওনঝড় জেলায় ঘটনাটি ঘটেছে। শেষমেশ প্রায় সাত ঘণ্টা পর গভীর রাতে ট্রেনটি আবার গন্তব্যের উদ্দেশে রওনা দেয়।
ওড়িশার একাধিক জেলায় ভারী বৃষ্টির কারণে রবিবার রেল পরিষেবা ব্যাহত হয়। স্থানীয় সূত্রে খবর, গুহালিডিহি স্টেশনের কাছে রেললাইন ডুবে যায়। ফলে টাটানগর থেকে বেরহামপুর যাওয়ার পথে গুহালিডিহি স্টেশনেই থমকে যায় দ্রুতগতির বন্দে ভারত এক্সপ্রেস। ঘড়িতে তখন সন্ধ্যা ৭টা। এর পর দীর্ঘ সাত ঘণ্টা ধরে ওভাবেই ঠায় দাঁড়িয়ে থাকে ট্রেনটি। ভিতরে আটকে পড়েন কয়েকশো যাত্রী। স্থানীয়েরা জানাচ্ছেন, রেললাইনের উপর প্রায় তিন ফুট জল জমে গিয়েছিল। ফলে ট্রেন এগোনো নিরাপদ নয় বুঝে দাঁড়িয়ে পড়েন চালক।
কয়েক ঘণ্টা কেটে গেলেও জল নামার কোনও লক্ষণ না দেখা গেলে শেষমেশ ট্রেনটিকে কেন্দুঝারগড় স্টেশনে টেনে আনার জন্য একটি উদ্ধারকারী ইঞ্জিন পাঠানো হয়। অবশেষে নির্ধারিত সময়ের সাত ঘণ্টারও বেশি দেরিতে গভীর রাতে ফের যাত্রা শুরু করে বন্দে ভারত এক্সপ্রেস। তবে রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, দীর্ঘ ক্ষণ আটকে থাকলেও কোনও যাত্রী অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর পাওয়া যায়নি। কোনও অপ্রীতিকর ঘটনাও ঘটেনি।