International Yoga Day

এই অশান্ত বিশ্বে শান্তি দিতে পারে যোগ: বিশাখাপত্তনমে তিন লক্ষাধিকের সমাবেশে মোদী

শনিবার বিশাখাপত্তনমে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিন লক্ষ মানুষ। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ওই অনুষ্ঠানেই শান্তির বার্তা দেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জুন ২০২৫ ২০:৩৮
Share:

আন্তর্জাতিক যোগ দিবসে উদ্‌যাপনে বিশাখাপত্তনমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই।

বিশ্বব্যাপী অশান্তি এবং যুদ্ধ পরিস্থিতিতে শান্তির বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাতলে দিলেন উপায়ও। তাঁর মতে, যোগই এই বিশ্বব্যাপী উত্তেজনা প্রশমিত করতে এক মাত্র উপায়! বিশাখাপত্তনমে আয়োজিত ১১তম আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয়ে যোগ অভ্যাসের উপর জোর দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।

Advertisement

বিশ্বের নানা প্রান্তে সামরিক অস্থিরতার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কখনও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, আবার কখনও গাজ়ায় ইজ়রায়েল-হামাস সংঘাত— অশান্ত করে তুলেছে বিশ্বকে। তার মধ্যে ইরান-ইজ়রায়েলের মধ্যে যুদ্ধ, গত কয়েক দিনে পশ্চিম এশিয়ার পরিস্থিতি উত্তপ্ত করে তুলেছে। সেই আবহে শনিবার আন্তর্জাতিক যোগ দিবসে বিশ্বব্যাপী শান্তি ফেরানোর বার্তা দিলেন মোদী।

শনিবার বিশাখাপত্তনমে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিন লক্ষ মানুষ। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোদীও। এক সঙ্গে যোগব্যায়াম করেন। তার আগে এক সমাবেশে প্রধানমন্ত্রীর মুখে শোনা গেল অশান্ত বিশ্বের কথা। পাশাপাশি, শান্তি ফেরাতে যোগকেই একমাত্র পথ বলে জানান তিনি। তাঁর কথায়, ‘‘দুর্ভাগ্যবশত, আজ সমগ্র বিশ্বে কিছু অশান্তির ঘটনা ঘটছে। অনেক জায়গাতেই অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে। এমন সময়ে, যোগব্যায়ামই আমাদের শান্তির দিগ্‌নির্দেশক। মানবতার ভারসাম্য বজায় রাখতে যোগব্যায়ামের প্রয়োজন রয়েছে।’’ বিশ্বব্যাপী নীতিতে শান্তি ফেরাতে যোগব্যায়ামের উপর জোর দিয়েছেন মোদী। তাঁর কথায়, ‘‘যোগব্যায়াম সকলের জন্য। সীমানা বা বয়সের বাইরে বিস্তৃত এই যোগব্যায়াম। এটি একটি সর্বজনীন উপহার।’’

Advertisement

২০১৪ সালে রাষ্ট্রপুঞ্জে মোদী ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে ঘোষণা করেন। পরে তা বিশ্বব্যাপী ভাল সাড়া ফেলে। সেই কথা স্মরণ করে মোদী শনিবার বলেন, ‘‘অল্প সময়ের মধ্যেই ১৭৫টি দেশ এই উদ্যোগকে সমর্থন করে এগিয়ে এসেছে। একটি সুস্থ এবং আরও সচেতন বিশ্বের জন্য এটি একটি যৌথ দৃষ্টিভঙ্গির প্রতিফলন। এখন আমরা দেখতে পাচ্ছি যোগব্যায়াম বিশ্ব জুড়ে অনেক মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।’’ তিনি তুলে ধরেন, কী ভাবে বিশ্বের প্রতিটি কোণায় যোগব্যায়াম পৌঁছে গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement